ফুটবল জাদুকরের বিদায় যেনো বেমানান
হ্যালো,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ, আপনারা সবাই কেমন আছেন? মোটামুটি আমরা সবাই জানি যে, ফুটবল জাদুকরদের দেশ বলা হয় ব্রাজিলকে। এছাড়াও ব্রাজিল ফুটবলের তীর্থভুমি নামে ফুটবল বিশ্বের কাছে সমাদৃত। তারই সুবাধে বিভিন্ন সময়ে সময়ে আমরা বিভিন্ন কিংবদন্তি ফুটবল জাদুকর দেখতে পেয়েছি ব্রাজিলিয়ান ফুটবল দলে। যাদের অসাধরণ ফুটবল নৈপূন্য বছরের পর বছর আমরা ধারাবাহিক ভাবে কম বা বেশি দেখতে পেয়েছি ও আশা করি ভবিষ্যতেও দেখতে পাবো।

CLICK HERE
যে দেশের মানুষেরা সর্বক্ষণিক ফুটবলের প্রার্থনা করে এবং জীবনের সকল সুখ- দুঃখ ফুটবলের মাধ্যমে খুঁজে পাবার চেষ্ঠা করে যায়, সেই দেশের মানুষের জন্য ফুটবল যেনো সৃষ্টিকর্তার দেয়া এক অনন্য আশীবার্দ। সেই আশীর্বাদের শুরুটা আমরা সর্বকালের সেরা ফুটবলার পেলের মাধ্যমে হলেও তারই ধারাবাহিকতায় আমরা পরবর্তীতে বিভিন্ন সময়ে অসংখ্য ফুটবল জাদুকর আমরা দেখতে পেয়েছি ব্রাজিলের ফুটবল দলে। তাদের মধ্যেই একজন অসাধারণ কিংবদন্তি ফুটবলার হলেন ফুটবল জাদুকর নামে পরিচিত রোনালদিনহো। অবশ্য তার সত্যিকারের নামটা তেমন কেও জানে না।
ব্রাজিলের প্রায় সকল ঘরেই রয়েছে ছোট বড় ফুটবলার, আর তাদের মধ্যে অসাধারণ খেলোয়াড় যারা তারাই জায়গা খুঁজে পায় ব্রাজিলিয়ান জাতীয় ফুটবল দলে। আর তার কারণটাও অনেকটা এমন যে, প্রায় সকল ব্রাজিলিয়ান ঘরের প্রার্থনা ও আলোচনায় থাকে ফুটবল। অবশ্য আমাদেরও একটি দেশ আছে, যেখানে হয়তো খুঁজতে গেলে জানা যাবে বেশিরভাগ মানুষের ঘরেই প্রার্থনা ও আলোচনার মুল বিষয় মনে হয় ক্ষমতা ও রাজনীতি। আচ্ছা ব্রাজিল দেশটাতো ফুটবল প্রার্থনার মাধ্যমে সারা পৃথিবীতে নিজেদের অবস্থানের ও পারদর্শীতার মাধ্যমে ফুটবলের জাদুকরের দেশ হিসেবে সম্মান অর্জন করতে পেড়েছে, তাহলে আমাদের দেশকি সকল প্রার্থনার মাধ্যমে সারা বিশ্বে ক্ষমতা ও রাজনীতির পারদর্শীতা দেখাতে পারবে? আল্লাহ ভালো জানেন কোন দেশের জন্য কি আশীর্বদ হয়ে আসবে।

CLICK HERE
সর্বকালের সেরা ফুটবলার পেলের দেশের বস্তিতে জন্ম নিয়েছিলো, আরেক ফুটবল বিষ্ময় যেনো ব্রাজিলিয়ান রোনালদিনহো। সত্যি বলতে গেলে একটা দীর্ঘসময় তার ফুটবল জাদুতে মন্ত্রমুগ্ধ ছিলো সারা ফুটবল দুনিয়া। আর এমন ফুটবলারের আগমন যেনো একটা সময় ব্রাজিলের জন্য এক নতুন আশীর্বাদের সূচনার মতো ছিলো। একজন মানুষের ফুটবলের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার ও দক্ষতার এক অনন্য দৃষ্ঠান্ত বলা যায় রোনালদিনহোকে। যার ফুটবল জীবনের ইাতহাস ভবিষ্যতের নতুন ফুটবলার তৈরির জন্য একটি জলজ্যন্ত উদাহরণ বলা যায়।
রোনালদিনহোর জন্ম হয়েছিলো এমন একটা পরিবারে, যে পরিবারে তার বাবা, চাচা ও বড় ভাই সকলেই ছোট বড় ফুটবল খেলোয়াড় ছিলেন । আর যার ফলে রোনালদিনহোর ফুটবলের প্রতি এক অন্যরকম ভালোবাসার সৃষ্টি হয় এবং মোটামুটি ফুটবলের প্রাথমিক শিক্ষাগুলো তার নিজ পরিবার থেকেই পেয়ে যায়। সেই জন্য রোনালদিনহোকে তার ফুটবল স্বপ্ন বুনতে তেমন কোনো কষ্টই পেতে হয়নি। আর সেই সাথে বাবার দেয়া আদর্শের বীজ ধারণ করতেও তিনি পেড়েছিলেন এই ফুটবল জাদুকর। মাত্র ৮ বছর বয়সে বাবাকে হাড়ালেও বাবার বলে যাওয়া উপদেশগুলো তিনি আদর্শের মতো করে পালনও করেছেন। তার বাবা তাকে বলেছিলেন – মাঠের ভেতর যেমন সৎ ও নিষ্ঠাবান থাকতে হবে, ঠিক তেমনি মাঠের বাইরেও সঠিক কাজ করতে হবে। আর সেই সাথে একজন ফুটবল খেলোয়াড় হিসেবে তুমি একটা কাজ সবসময় করার চেষ্ঠা করবে, আর তা হোলো মাঠের ভেতর ফুটবল খেলাকে জতটা সম্ভব সহজ করে নেয়ার ছেষ্ঠা করবে। আর তার বাবার বিশ্বাস ছিলো তার ছেলে ফুটবল খেলাকে সহজ করে নিতে পাড়লে সবসময় সে ভালো খেলতে পাড়বে এবং রোনালদিনহো এই কাজটা আত্যন্ত সুন্দরভাবে করতে পাড়েন বলেও বিশ্বাস করতেন। আর একজন বাবার এমন উপদেশ যেকোনো সন্তানের জন্য সঠিক আদর্শের দিকে চলতে সাহায্য করে ও জীবনকে সহজ করে দেয় বেশিরভাগ ক্ষেত্রেই। আমিও বিশ্বাস করি যে, একজন সন্তানের আদর্শ তার পিতা হওয়াটাই স্বাভাবিক। আর বলা যায় , একজন পিতা যদি সন্তানের বন্ধু ও আদর্শ হতে পাড়ে তাহেলে সন্তানের দ্বিতীয় কোনো আদর্শ ও বন্ধুর প্রেয়োজন পড়ে না।

CLICK HERE
রোনালদিনহো মাত্র ৮ বছর বয়সে তার পেশাদার ফুটবল খেলা শুরু করেন এবং ছোট্ট ছেলে গাউচো তার অসাধারণ ফুটবল নৈপূন্যের মাধ্যমে রোনালদিনহো নামটি অর্জন করেন।তার পর থেকে সেই ছোট্ট শিশুটি রোনারদিনহো হয়ে একের পর এক সকল বড় বড় সম্মানগুলি ব্রাজিরের করে দিতে থাকেন এবং নিজের ফুটবল জাদুতে সকলকে মন্ত্র মুগ্ধ করে রাখেন। তার অসাধারণ ফুটবল পরিদর্শীতায় মুগ্ধ হওয়ায়, তাকে ফুটবল জাদুকর হিসেবে সম্মানিত করা হয়। তবে কষ্টের বিষয় হোলো- রোনালদিনহোর আগমন যতোটা সুন্দরভাবে আমরা দেখিতে পেয়েছিলাম, তার বিদায় যাত্রা যেনো ততোটা সুন্দর হয়নি। যা সত্যিই একজন কিংবদন্তি ফুটবল খেলোয়াড়ের জন্যে অত্যন্ত কষ্ঠের বিষয়। কখনোই একজন কিংবদন্তি খেলোয়াড়ের এমন বিদায় কাম্য নয়।
ধন্যবাদ।
500 HP | 1000 HP | 2000 HP | 5000 HP | 10000 HP | 15000 HP | 20000 HP |