সুপর ফোরে দুই চির প্রতিদন্ধী

avatar

হ্যালো ,

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বরাকাতুহ, আপনারা সবাই কেমন আছেন? আদি কাল থেকেই এক দেশের সাথে অন্য দেশের বিভিন্ন ধরনের শত্রুতা, প্রতিদন্ধীতা ও প্রতিযোগিতার নানান কর্মকান্ড চলমান । তার ধারাবহিক দৃশ্য বর্তমান সময়েও সর্বস্তরেই বিদ্যমান দেখা যায়। তারই বহিঃপ্রকাশ হিসেবে সবচেয়ে সুন্দর প্রতিযোগিতামূলক লড়াইয়ের দৃশ্য, আমরা দেখতে পাই ভারত ও পাকিস্তান দু দলের ক্রিকেট যুদ্ধের সময়। ব্যাট ও বল হাতে এক ভদ্র সমাজের উত্তেজনাময় জবাবের প্রকাশ মাধ্যম। তার মধ্যে এই দুই দেশ তাদের প্রতিদন্ধীতাকে এমন পর্যায়ে নিয়েছে যে, তারা চির প্রতিদন্ধীতার উপাধিও অর্জন করেছে। আর এই দুই প্রতিদন্ধী দেশের খেলা যেনো ক্রিকেট বিশ্বে বিনোদনের এক ব্যাতিক্রম মাত্রা যোগ করেছে সকল ক্রিকেট প্রেমীর অনুভুতিতে।


CLICK HERE

এশিয়া কাপ টি২০ টুর্নামেন্টেও আজ সুপার ফোরের খেলায় মুখোমুখি হয়েছে সবসময়ের চির প্রতিদন্ধী ভারত ও পাকিস্তান দল। আর এই দু দলের খেলা আমার নিজের কাছেও যথেষ্ঠ ভালো লাগে। ভারতের ও পাকিস্তান দুটি দলই বর্তমানে তাদের সবচেয়ে শক্তিশালী ক্রিকেট দল গঠন করায়, শক্তিশালী দুটি দেশের খেলাও যথেষ্ঠ নৈপন্যসমৃদ্ধ বলা বাহুল্য। দুটি ধেশের ক্রিকেটীয় শক্তির বিশ্লেষণ করলে দেখা যায়, ভারতের ব্যাটিং লাইন সবসময় অত্যন্ত শক্তিশালী, আর তাছাড়াও ভারতের বলিং যথেষ্ঠ নিয়ন্ত্রীত এবং তার সাথে তাদের ফিল্ডিংও অত্যন্ত চমৎকার। তবে এই তিন দক্ষতার ভেতর ভারত বেশি শক্তিশালী তাদের ব্যাটিং ফর্মেটে। আবার অন্য দিকে পাকিস্তানের শক্তির হিসেব করতে গেলে বলতে হয়, পাকিস্তান ইতিহাসের সবচেয়ে ভালো ব্যাটিং লাইআপ বর্তমান পাকিস্তান দলে রয়েছে, তার সাথে পাকিস্তান বরাবরই বলিং পার্ফোমেন্স সবসময়ই আক্রমনাত্মক ও ভালো এবং ফিল্ডিং সেক্টরেও তারা পাকিস্তান অত্যন্ত চমৎকার বলা যায়। কিন্তু ব্যাটি, বলিং ও ফিল্ডিং এর ভেতর পাকিস্তান বলিং এ সবচেয়ে শক্তিশালী, বর্তমানে ব্যাটিং সেক্টরেও তারা কার থেকে কম বলা যাবে না। তারই অসাধারণ লড়াই আমরা আজ দেখতে পেয়েছি।


CLICK HERE

পাকিস্তান টসে জয়ের মাধ্যমে আগে ভারতকে ব্যাটিং করার সুযোগ দেয় এবং পাকিস্তান দল তাদের বলিং এর মাধ্যমে ভারতকে অল্প রানে আটকাতে চেষ্ঠা করে। তবে ভারতও তাদের শক্তিশালী ব্যটিং নৈপুন্যের মাধ্যমে ৭ উইকেটের বিনিময়ে ১৮১ রান সংগ্রহ করে। কিন্তু কথা হোলো এই ১৮১ রান বর্তমান পাকিস্তান দলের ব্যাটারদের জন্য খুব বড় কোনো স্কোর বলে মনে হয় না। আবার সেই সাথে পাকিস্তান দল তাদের বলিং দ্বারা ভারতকে মোটামুটি একটা রানের মধ্যেই তাদের খেলা শেষ করতে বাধ্য করেছে, তা না হলে যেভাবে ভারত ব্যাট করতে শুরু করেছিলো তাতে খুব সহজেই ২০০+ রান হয়ে যেতো ।

অপরদিকে পাকিস্তান দল ১৮২ রানের জবাবে , চমৎকার ভাবে ব্যাটিং শুরু করার ফলে খুব সহজে ধারাবাহিকভাবে রান করে। বলা যায় যে হারে ভারত রান করেছে ঠিক একইভাবেই পাকিস্তানও রান করতে থাকে। আর তারই সুবাধে শেষ দিকে একটু কষ্ঠ হলেও অত্যন্ত সুন্দরভাবে ৫ উইকেটে জয় তুলে নেয় পাকিস্তান ক্রিকেট দল। অভিনন্দন পাকিস্তান ক্রিকেট দল সুন্দর খেলার মাধ্যমে ম্যাচ জেতার জন্য। সেই সাথে ভারতের জন্যও রইলো শুভকামনা । অনেকদিন পরে এতো সুন্দর একটি হাড্ডা হাড্ডি উত্তেজনার ক্রিকেট ম্যাচ দেখতে পেলাম। আপনারাও হয়তো খেলার কিছুটা উত্তেজনা পেয়েছেন। আমাদের দেশের এমন সুন্দর খেলা দেখার আশা হয়তোবা পূরণ হবার নয়। খেলায় জয় এবং পরাজয় থাকবে এটা হচ্ছে খুবই সাধারণ, তবে ভালো খেলার মাধ্যমে জয় পাওয়াটা হোলো অসাধারণ। আর দুটি দলের সুন্দর খেলার উপহার দেবার জন্য অবশ্যই অসাধারণ খেলোয়াড়ও হতে হয়। আশা করি সামনের ম্যাচগুলোও সুন্দর হবে ।

ধন্যবাদ।



0
0
0.000
2 comments
avatar

Congratulations @sheikhshaon! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s):

You have been a buzzy bee and published a post every day of the week.

You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

Check out the last post from @hivebuzz:

Our Hive Power Delegations to the August PUM Winners
Feedback from the September 1st Hive Power Up Day
Hive Power Up Month Challenge 2022-08 - Winners List
Support the HiveBuzz project. Vote for our proposal!
0
0
0.000