আইপিএলের ইতিহাসে আরও একটি অবিশ্বাস্য জয়

avatar

প্রত্যেক বছরের মত এই বছরে আইপিএলের বেশ কিছু স্মরণীয় মুহূর্তের সাক্ষী হয়ে রইলাম আমরা |এই বছরের আইপিএল ক্রিকেট টুর্নামেন্ট টি ১৬ তম বর্ষে পদার্পণ করলো |আইপিএলে টি২০ লিগের শুরুর সময় থেকেই বেশ কিছু স্মরণীয় মুহূর্তে সাক্ষী রয়েছি আমরা এ বছরও তার কোন ব্যতিক্রম হয়নি |ধারাবাহিকতা বজায় রেখে এ বছরও বেশ কিছু মুহূর্তে সাক্ষী হয়ে রইলাম আমরা |
এবছরের আইপিএলে ছিল অনেক ঘটনা বহুল মুহূর্ত সব কটাকে তুলে ধরা সম্ভব না হলেও তাদের মধ্যে বেশ কয়েকটি সকলের নজর করেছে। যেমন কেকেআরের হয়ে খেলা রিঙ্কু সিং এর লাস্ট ওভারের ছয় বলে পাঁচটা ছয় মেরে ম্যাচ জেতানো ইনিংস |অন্যদিকে সুমন গিলের মতো ইয়ং ক্রিকেটারের ধারাবাহিক পারফরমেন্স এবং একটি আইপিএলে তিনটি শত রান যথেষ্ট প্রশংসার দাবি রাখে |এ প্রসঙ্গে আরেকটি ক্রিকেট ম্যাচের কথা বিশেষভাবে উল্লেখ করতে হয় সেটা হল এ বছর আইপিএলের ফাইনাল ম্যাচ |ক্রিকেট যে অনিশ্চয়তার খেলা সেটা এই ম্যাচ থেকে আরেকবার প্রমাণিত হয় |
এবারের আইপিএলের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের সঙ্গে প্রথমবার ফাইনালে ওঠা গুজরাট টাইটান দলের |প্রথম থেকেই উত্তেজনাও রোমাঞ্চকর ছিল এই ম্যাচটি |প্রথমে ব্যাট করতে নেমে গুজরাট টাইটেন দলের খেলোয়াড়রা যথেষ্ট প্রতিভার সাক্ষী রাখে এবং একটি বড় রানের ইনিংসের চাপ তৈরি করে প্রতিপক্ষের উপর |কুড়ি ওভার শেষে গুজরাট টাইটান দলের রান দাঁড়ায় চার উইকেটে ২১৪ রান |এরপর ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংস তাদের শুরুটা ভালোই করে |কোন উইকেট না হারিয়ে ছয় ওভারে ৭২ রান তুলে প্রতিপক্ষকে যথেষ্ট চাপের মুখে ফেলে দেয় |এরপর বৃষ্টির আগমন ক্রিকেটপ্রেমীদের কিছুটা বিষন্নতা এনে দেয় |অবশেষে বৃষ্টি কমলে খেলা যখন পুনরায় শুরু হয় সেই সময়
DLS method অনুযায়ী ১৫ ওভারে চেন্নাই সুপার কিং কে ১৭১ রানের লক্ষ্য মাত্র দেওয়া হয় |লক্ষ্যমাত্রা পূরণ করতে করতে চেন্নাই সুপার কিংস এর উইকেট পতন শুরু হয় |অবশেষে আসে সেই সন্ধিক্ষণ যেখানে ম্যাচটি Do or die সিচুয়েশনে চলে আসে অর্থাৎ চেন্নাই সুপার কিং কে জিততে হলে লাস্ট দু বলে ১০ রান করতে হবে |এমন অবস্থায় রবীন্দ্র জাদেজার দুটি অবিশ্বাসযোগ্য ক্রিকেটীয় শট একটি বাউন্ডারি এবং অপরটি ওভার বাউন্ডারি পঞ্চম বারের মতো চেন্নাই সুপার কিংসকে জয়ের শিরোপা এনে দেয় |অবিশ্বাস্য এই জয়ের মধ্যে দিয়ে ২০২৩ এর আইপিএল চ্যাম্পিয়ন হয় চেন্নাই সুপার কিংস এবং রানারস হিসেবে গুজরাট টাইটান দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেওয়া হয় |আইপিএলের ইতিহাসে অবিশ্বাস্য জয়ের মধ্যে এটি ছিল একটি অন্যতম |

thequint_2023-05_8841c26e-4bf5-4327-9bb2-39f5728c6606__AI_4246.jpg
Source [https://www.thequint.com/amp/story/indian-premier-league-ipl/ipl-2023-full-list-of-award-winners-after-ipl-2023-final-orange-cap-purple-cap-man-of-the-series]



0
0
0.000
0 comments