অঘটনের জন্ম দিল সৌদি আরব
source
হাই বন্ধুরা কি খবর সবাই আশা করি সবাই ভালোই আছো ,
বন্ধুরা শুরু হয়ে গেছে অনেক প্রতীক্ষিত সেই ফুটবল বিশ্বকাপ, এমন কেউ নেই যে ফুটবল বিশ্বকাপকে উপভোগ না করে আমাদের দেশে বিশেষ করে গ্রাম থেকে শুরু করে শহরাঞ্চলে প্রত্যেকটি জায়গায় যেন আনন্দ উল্লাস বয়ে বেড়ায় এই বিশ্বকাপের সময় সে ছোটবেলা থেকেই দেখে আসছি এবং সেটা আমাদের ভিতরে গেঁথে গেছে, হোক না যে কোন টিমের খেলা কিন্তু খুব আনন্দের সহিত সবাই মিলে একসাথে দেখি বিশ্বকাপের প্রায় প্রতিটি খেলায়, রাতে হোক আর দিনই হোক সময় হোক না কেন ফুটবলের জন্য সময় বের হয়ে যায়, আর যদি খেলাটা হয় আর্জেন্টিনার কিংবা ব্রাজিলের আমাদের দেশের অধিকাংশ মানুষই এই দুইটা টিমকে সাপোর্ট করে তারা যেমনি খেলুক না কেন হারুক বা জিতুক অনেক ধরনের আমাদের ভিতরে জল্পনা-কল্পনা তৈরি হয় তেমনি আজকে তার ব্যতিক্রম কিছু নয় ,
আজকে আর্জেন্টিনা এবং সৌদি আরবের খেলা ছিল খুব আনন্দ মুখর পরিবেশ ছিল খেলা দেখতে বসে ভালই লাগতেছিলো হঠাৎ করে মেসির এক গোলে যেন চারিদিকে উল্লাস শুরু হয় হবেই না কেন বাংলাদেশজুড়েই তো মেসির ভক্ত একনামে আর্জেন্টিনার ভক্ত বাংলাদেশের অর্ধেক মানুষ মানুষ যেমন উল্লাস করেছিল কিছুক্ষণের মধ্যেই খেলা পাল্টে যায় প্রথম 45 মিনিট খেলাটি পুরা হাতে রেখেছিল আর্জেন্টিনা এই 45 মিনিট কোনোভাবেই কোনো কিছুতেই বোঝার কায়দা ছিল না খেলায় অঘটন ঘটতে যাচ্ছে ,
source/center>
হাফটাইমের পরে দিয়েই যেন ঝড় উঠে গিয়ে নিমিষেই থেমে গেল তিনটা অফসাইড হয়েছে কিন্তু তার মধ্যে দুটি গোল হয়েছে কিন্তু অক্সাইড এর কারণে এটা গ্রহণযোগ্য না আর্জেন্টিনার সমর্থক ছিলেন তাদের মনের ভিতর কেমন যেন নিমিষেই দাগ কেটে যায় কিন্তু তারা কি কেউ জানতো হাফটাইমের পর এরকম কিছু হবে ,
হাফটাইমের পর থেকে সৌদেরব কেমন যেন পরিবর্তন হয়ে গেল যেন আল্লাহর নিয়ামত তাদের উপর নাযিল হয়েছে ঠিক প্রথম অর্ধে আর্জেন্টিনা যেভাবে খেলেছে সৌদি আরব ঠিক সেভাবেই নিজেদের কে মেলে ধরেছে যার কারণে হাফটাইমের পর পরে প্রথম গোল দিয়ে দেয় সৌদি আরব এই দেখে আর্জেন্টিনার এর সমর্থক সাথে আমিও অবাক হয়ে যাই সৌদির এই ধরনের আক্রমণ দেখে সৌদি যেন এক রকম চ্যালেঞ্জ নিয়ে নিয়েছিল আজকে আর্জেন্টিনার সাথে তারা জিতে মাঠ ছাড়বে ,
আমি আসলে বুঝতে পারিনি প্রথম গোলটি হওয়ার তিন মিনিটের মাথায় আরেকটি গোল হয়ে যাবে আর ওই গোলটি যেন আর্জেন্টিনার কাল হয়ে দাড়িয়ে ছিলো আমি আসলে মেনে নিতে পারছিলাম না কোনোভাবেই আমি যদিও মেসির ভক্ত মেসির মুখটা এত মলিন লাগছিল আজকে দেখতে যেটা আমাকে খুব কষ্ট দিয়েছে মেসি আপ্রাণ চেষ্টা করেছে লাস্টের দিক দিয়ে ডি মারিয়া ও করেছে আরও যারা প্লেয়ার ছিল ওরাও খুব চেষ্টা করেছে কিন্তু খেলা আছে হয়তো আমাদের পক্ষে ছিল না ,
আর গোল বল আসলে কখন কি এটা আসলে কেউ বলতে পারেনা হারজিত সবার মধ্যেই আছে কিন্তু সৌদি এ ধরনের খেলবে এটা আসলে আমি আশা করিনি তারপরও আজকে যেভাবে খেলেছে আপনারা অনেকেই খেলা দেখেছেন খুবই ভালো খেলেছে আর একজন মুসলমান হিসেবে আমি অবশ্যই অ্যাপ্রিশিয়েট করি সৌদিকে এবং মন থেকে আসলেই ভালো লাগছে এটা ভেবে যে মুসলমান দেশ হিসেবে এই প্রথম আর্জেন্টিনাকে হারালো কিন্তু আর্জেন্টিনার বড় একজন ভক্ত আমি মেনে নিতে পারছি না ,এদিকে সৌদির অসাধারণ খেলা আমাকে খুবই মুগ্ধ করেছে কিন্তু কোনভাবে আমি মেসির বেড়ে যাওয়া মেনে নিতে পারছি না খেলায় হার-জিত আছে এটা ভেবেই চুপ থাকলাম যে খেলা আছে ওটার জন্য অপেক্ষা করব আশাকরি আর্জেন্টিনার মেসি এবার হয়তো বা নতুন কোনো চমক নিয়ে আসবে আমাদের জন্য এই প্রত্যাশাই করি আর সৌদিকে অভিনন্দন এত সুন্দর খেলার জন্য আমি আশা করিনি সেটা তারা করেছে আমি দোয়া করবো তার আগে এগিয়ে যাক এরকম আরো এরকম খেলুক এরকম খেলে আমাদের উপহার দিক বারবার আমরা এরকম ওয়ার্ল্ড কাপ দেখতে চাই একজন ফুটবলার লাভার হয়ে আমি কথা বলতেছি সবাই ভাল থাকবেন আপনার মতামত টা আমাদের জানাবেন ,
আর্জেন্টিনার বিপক্ষে সৌদি আরব ম্যাচটি ভালো খেলেই জিতেছে। অসাধারণ পারফম্যান্সের পর এই জয়টি তাদের প্রাপ্য ছিলো। তবে মেসিদের পারফম্যান্স আমাকে হতাশ করেছে। আমরা কিন্তু মোটেও এমন ফলাফল আশাও করিনি।
আপনার জন্য একটি সাজেশনে থাকবে, " পোস্ট করার আগেই অবশ্যই একবার লেখাটি পরে দেখবেন কোথাও কোন ভুল আছে কিনা "
ধন্যবাদ।
সৌদি অসাধারণ খেলেছে ,সৌদি এতটা সুন্দর খেলবে এটা আশা করতে পারিনি. হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন মেসি তার নিজের খেলা দেখাতে পারেনি কেমন যেন উদাসীন ছিল মনে হয়. দুর্বল টিম ভেবে সবচেয়ে বড় ভুল করেছে আর্জেন্টিনা হয়তোবা ,আর আপনাকে ধন্যবাদ আমাকে সাজেশন দেয়ার জন্য ,