Bangla cover song- Torey putuler moto kory sajiye-তোরে পুতুলের মত করে সাজিয়ে হৃদয়ের কুটুরে রাখিবো

▶️ Watch on 3Speak


How are you friends, I hope everyone is well and healthy. After many days, I am sharing a video of a song on the platform among you.

The song is sung in my own language Bengali and the song is a very popular song in our country and I have tried to cover this song among you. I don't know how it went but I hope you like it.

The song discusses how to keep a boy in love with a girl and has arranged these words in a very beautiful way. I think you will like the song a lot too.

  • The name of the song- I will decorate it like a doll and keep it in my heart

  • Vocalist - Kumar Biswajit

  • song lyrics-

তোরে পুতুলের মত করে সাজিয়ে
হৃদয়ের কোঠরে রাখব
আর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে
সারাটি জীবনভরে দেখব
আমি নেই, নেই, নেই রে
আমি নেই, নেই, নেই রে
যেন তোরেই মাঝে হারিয়ে গেছি
তোরে পুতুলের মত করে সাজিয়ে
হৃদয়ের কোঠরে রাখব
আর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে
সারাটি জীবনভরে দেখব
তোর রিনিঝিনি কাঁকনের ছন্দ
র্নিঘুম স্বপ্নে বাজে রে
আর নন্দিত বাধনের শিহরণ
দু'চোখের জানালায় জাগে রে
তোরে রংধনুর সাত রঙে রাঙিয়ে
ফুলদানি সাজিয়ে রাখব
আর কপালেতে নীল টিপ পড়িয়ে
প্রেমেরই আল্পনা আঁকব
আমি নেই, নেই, নেই রে
আমি নেই, নেই, নেই রে
যেন তোরেই মাঝে হারিয়ে গেছি
তোর ভাবনার করিডোরে সারা দিন
হেঁটে হেঁটে যেন আমি মরেছি
আর স্বপ্নেতে জেগে জেগে পাহারায়
অধরেতে ঠাঁই করে নিয়েছি
তোরে বুকেরই কারাগারে চিরদিন
বন্দী করেই আমি রাখব
আর শূন্য জীবনে আমার-ই
অনিমেষে জড়িয়ে যে রাখব
আমি নেই, নেই, নেই রে
আমি নেই, নেই, নেই রে
যেন তোরেই মাঝে হারিয়ে গেছি
তোরে পুতুলের মত করে সাজিয়ে
হৃদয়ের কোঠরে রাখব
আর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে
সারাটি জীবনভরে দেখব
আমি নেই, নেই, নেই রে
আমি নেই, নেই, নেই রে
আমি নেই, নেই, নেই রে
আমি নেই, নেই, নেই রে
আমি নেই, নেই, নেই রে-<

I hopeyou also like my cover song


▶️ 3Speak



0
0
0.000
2 comments
avatar

Congratulations @mamun123456! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s):

You have been a buzzy bee and published a post every day of the week.

You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

Check out the last post from @hivebuzz:

Happy New Year - Feedback from the first Hive Power Up Day of 2022
PUD - PUH - PUM - It's all about to Power Up!
Support the HiveBuzz project. Vote for our proposal!
0
0
0.000