জয় দিয়ে শুরু হলো বাংলাদেশের ওয়ানডে সিরিজ।।🏏
শ্রীলংকার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ হারের পর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করলো বাংলাদেশ। তাসকিন,শরিফুল ও সাকিবদের দুর্দান্ত বোলিং আর শান্ত, মুশফিক দের ঝড়ো ব্যাটিংয়ে ৬ উইকেটের বিশাল জয় পেলো টাইগাররা। গতকালকে চট্টগ্রামের মাটিতে অনুষ্ঠিত হয় বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। সেখানে শ্রীলংকার দেওয়া ২৫৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৪ ওভার ৪ বলে মাত্র চার উইকেট হারিয়ে ২৫৭ রান সংগ্রহ করে জয় তুলে হয় বাংলাদেশ।
Bangladesh Cricket: The Tigers
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শুরুতে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় লংকানরা। ব্যাট হাতে শুরুটা ভালোই হচ্ছিলো তাদের। তবে দলের ৭১ রানের সময় তানজিম হাসান সাকিবের আউট সুইং বলে উইকেট কিপারের হতে ক্যাচ তুলে দেয় আবিষ্কা ফার্নান্দো। ৩৩ বলে ৩৩ রান করে মাঠ ছাড়েন তিনি। এরপর ২৮ বলে ৩৬ রান করে তানজিম সাকিবের বলে আউট হয়ে মাঠ ছাড়েন পথুম নিসাঙ্কা। এরপর আবারও সাদিরা সামারাবিক্রমা এর উইকেট তুলে নেন তানজিম সাকিব। পরপর তিন উইকেট তুলে নিয়ে লংকানদের ব্যাটিং শক্তি দুর্বল করার দায়িত্ব টা ঠিকঠাক মতোই পালন করেছেন তিনি।
এই ম্যাচে শ্রীলংকা দলে হয়ে মূল একাদশে ছিলেন পথুম নিসাঙ্কা, আবিষ্কা ফার্নান্দো, কুসল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, জানিথ লিয়ানাগে, মহেশ থেকশান, প্রমোদ মধুশান, দিলশান মাদুশঙ্কা, লাহিরু কুমার। আর বাংলাদেশের হয় মূল একাদশে ছিলেন লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হাসান শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।
তানজিম হাসান সাকিবের ৩ উইকেট নেওয়ার পর বাকি কাজটা করেছেন শরিফুল ও তাসকিন আহমেদ। বল হাতে ৯ ওভার ৫ বলে ৫১ রান খরচ করে ৩ উইকেট তুলে নেয় শরিফুল ইসলাম। বল হাতে ১০ ওভারে ৬০ রান খরচ করে তাসকিন আহমেদ ও তুলে নেন ৩ উইকেট। মেহেদী হাসান মিরাজ পান এক উইকেট। আর এইদিকে লংকানদের হয়ে ব্যাট হাতে ৭৫ বলে ৫৯ রান করেন লংকান অধিনায়ক কুশুল মেন্ডিস। আর ৬৯ বলে ৬৭ রান করেন জানিথ লিয়ানাগে। এই ছাড়া আর বলার মত তেমন একটা রান করতে পারে নি কেউ। সব শেষে ৪৮ ওভার ৫ বলে সব উইকেট হারিয়ে ২৫৫ রান করে শ্রীলংকা।
২৫৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম বলেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। প্রথম বলে শূন্য রানে আউট হয়ে যায় লিটন দাস। আর দলের ২৩ রানে ৩ উইকেট হারিয়ে বিকাপে পরে বাংলাদেশ। ৯ বলে ৩ রান করে আউট হয় সম্য সরকার ও ৮ বলে ৩ রান করে আউট হয় তাওহীদ হৃদয়। ৩৭ বলে ৩৭ রান করে আউট হয় মাহমুদুল্লাহ রিয়াদ। তবে নাজমুল হাসান শান্ত ও মুশফিকুর রহিম দুই জন মিলে শক্ত হাতে শেষ পর্যন্ত লড়ে যায়। এবং জয় নিয়েই মাঠ ছাড়ে তারা। ১২৯ বলে ১২২ রানে অপরাজিত নাজমুল হাসান শান্ত ও ৮৪ বলে ৭৩ রানে অপরাজিত মুশফিকুর রহিম। সবশেষে ৫ ওভার ২ বল হাতে থাকতেই ২৫৬ রানের টার্গেট অতিক্রম করে ৬ উইকেটের জয় পেলো টাইগাররা।
Congratulations @imam-hasan! You received a personal badge!
You can view your badges on your board and compare yourself to others in the Ranking