টি টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু ওয়েস্ট ইন্ডিজের ।। West Indies vs England 🏏

avatar

ওয়ানডে সিরিজের পর শুরু হয়েছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টি টুয়েন্টি সিরিজ। পাঁচ ম্যাচের এই সিরিজে জয় দিয়ে শুরু করলো ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর নিজেদেরকে আবার নতুন করে ফিরে পাওয়ার চেষ্টা ক্যারিবিয়ানদের। প্রথমে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে এখন টি টুয়েন্টি সিরিজ জেতার স্বপ্নে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ দল। টি টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে আছে তারা। টি টুয়েন্টি ফরমেটে অনেক শক্তিশালী একটা দল ওয়েস্ট ইন্ডিজ। টি টুয়েন্টি বিশ্বকাপ এ দুই বারের চ্যাম্পিয়ন এই দল ওয়েস্ট ইন্ডিজ।

FB_IMG_1702489494879.jpg
Windies Cricket

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শুরু হওয়া টি টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ড প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ওভার শেষ হওয়ার ৩ বল আগেই ১৭১ রান করে অলআউট হয়ে যায়। তবে শুরুটা ভালো করেছিল জস বাটলার ও ফিলিপ সল্ট। প্রথম ৬ ওভারেই দলের সংগ্রহ ছিলো ৭৭ রান। ৬ ওভার ১ বলার সময় প্রথম উইকেট এর পতন ঘটে। ২০ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরে যান ফিলিপ সল্ট। ২০ বলে ছয়টি চার ও একটি ছক্কায় এই রান করেন তিনি। আর ৩১ বলে পাঁচটি চার ও একটি ছক্কায় ৩৯ রান করেন জস বাটলার। নয় বলে ১৭ রান করে আউট হন উইল জ্যাকস। ১২ বলে ১৪ রান করেন বেন ডকেট আর ১৯ বলে ২৭ রান করেন লিয়াম লিভিংস্টোন। সবশেষে ১৯ ওভার ৩ বলে তাদের দলীয় সংগ্রহ দাড়ায় ১৭১ রান।

ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের এই ম্যাচে ইংল্যান্ডের হয়ে মুল একাদশে খেলেছেন জস বাটলার (অধিনায়ক), ফিলিপ সল্ট, উইল জ্যাকস, বেন ডাকেট, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, স্যাম কুরান, ক্রিস ওকস, রেহান আহমেদ, আদিল রশিদ, টাইমাল মিলস। আর ওয়েস্ট ইন্ডিজের হয় মূল একাদশে খেলেছেন ব্র্যান্ডন কিং, কাইল মায়ার্স, শাই হোপ, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), শিমরন হেটমায়ার, রোভম্যান পাওয়েল (অধিনায়ক), আন্দ্রে রাসেল, রোমারিও শেফার্ড, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ উইকেট তুলে নেন আন্দ্রে রাসেল ও আলজারি জোসেফ। চার ওভার বল করে ১৯ রান খরচ করে তিন উইকেট তুলে নেন আন্দ্রে রাসেল। আর ৩ ওভার ৩ বল করে ৫৪ রান খরচ করে তিনিও তুলে নেন তিন উইকেট। আর চার ওভার বল করে দুই উইকেট তুলে নেন রোমারিও শেফার্ড। জেসন হোল্ডার ও আকিল হোসেন দুইজনই চার ওভার করে বল করে তুলে নেন একটি করে উইকেট।
আর ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ উইকেট তুলে নেয় ইংল্যান্ডের তরুণ বোলার রেহান আহমেদ। চার ওভারে ৩৯ রান খরচ করে তুলে নেন তিন উইকেট। আর চার ওভারে ২৫ রান দিয়ে দুই উইকেট তুলে নেন ইংল্যান্ডের অন্যতম স্পিনার আদিল রশিদ।

FB_IMG_1702489579187.jpg
Windies Cricket

১৭২ রানের টার্গেটে ৮.৭৭ রান রেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারের ১১ বল হাতে থাকতেই জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। তবে শুরুতেই দুই ওভার চার বলে দলের ৩২ রানের সময় প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ১২ বলে দুইটা চার ও দুইটা ছক্কায় ২২ রান করে প্রথম সাজ ঘরে ফিরেন ব্র্যান্ডন কিং। এরপর ২১ বলে ৩৫ রান করে সাজ ঘরে ফিরেন কাইল মায়ার্স। ৩০ বলে দুই চার ও তিন ছক্কায় ৩৬ রান করে আউট হন শাই হোপ। ১৫ বলে তিন চার ও দুই ছক্কায় ৩৫ রান করেন অধিনায়ক রোভম্যান পাওয়েল। আর ১৪ বলে দুই চার ও দুই ছক্কায় ২৯ রান করেন অলরাউন্ডার আন্দ্রে রাসেল। তিন উইকেট ও সাথে ২৯ রানের অপরাজিত ইনিংস দিয়ে ম্যাচ সেরা হন এই অলরাউন্ডার। সবশেষে ১৮ ওভার ১ বলে ১৭২ রানের লক্ষ্য পুরো করে জয় নিশ্চিত করে হয় ক্যারিবিয়ানরা।



0
0
0.000
0 comments