New Zealand vs South Africa ।। 32nd Match, ICC World Cup 2023🏏

avatar

চলতি একদিনের ক্রিকেট বিশ্বকাপে গত বুধবারে শেষ হলো বিশ্বকাপের ৩২ তম ম্যাচ। গতকালকের এই ম্যাচে ম্যাচে নেমেছিলো দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। এইবার বিশ্বকাপে দুই দলই অনেক শক্তিশালী এবং তারা ধারাবাহিক ভাবেই ভালো খেলতেছে। গতকালকের ম্যাচের আগে দুই দলের পয়েন্ট ছিলো, দক্ষিণ আফ্রিকার ৬ ম্যাচে ১০ পয়েন্ট ও নিউজিল্যান্ডের পয়েন্ট ছিলো ৬ ম্যাচে ৮ পয়েন্ট। এই ম্যাচে যে দল জিতবে তাদেরই সেমিফাইনালে উঠার রাস্তাটা আরো সহজ হয়ে উঠবে।

370377.jpg
Img

তবে গত দুই বারের বিশ্বকাপের রানার্স আপ দল নিউজিল্যান্ডে হারিয়ে নিজেদের সেমিফাইনালের রাস্তা সহজ করে নিলো দক্ষিণ আফ্রিকা। এইবার বিশ্বকাপের রান করার মেশিন এই দক্ষিণ আফ্রিকা, তারা যেনো মাঠে নামলেই তাদের স্কোর ৩৫০+ হবেই। রান রেটের দিক দিয়ে সবার উপরে এই দক্ষিণ আফ্রিকা। সাত ম্যাচের মধ্যে শুধু এক ম্যাচে হেরেছে সেটাও আবার দুর্ভাগ্য বশত নেদারল্যান্ডের সাথে। তবে দক্ষিণ আফ্রিকার একটাই সমস্যা তারা প্রতিবারই বিশ্বকাপে অনেক ভালো ভালো খেলোয়াড় নিয়ে আসে কিন্তু তাদের ফাইনাল পর্যন্ত যাওয়ার সৌভাগ্য হয় না।

গতকালকের ম্যাচে নিউজিল্যান্ডের মূল একাদশে খেলেছেন ডেভন কনওয়ে, উইল ইয়ং, রচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (অধিনায়ক), গ্লেন ফিলিপস, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট। এবং দক্ষিণ আফ্রিকার মূল একাদশে খেলেছেন কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ভ্যান ডের ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, জেরাল্ড কোয়েটজি, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি।

গতকালকের ম্যাচে শুরুতে নিউজিল্যান্ড টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয়। দক্ষিণ আফ্রিকা শুরুতে ব্যাটিং করতে নেমে প্রথম নয় ওভারের মধ্যে ৩৮ রানের সময় প্রথম উইকেট হারায়। ২৮ বলে ২৪ রান করে আউট হন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বাভুমা। এরপর ডি কক ও ভ্যান ডের ডুসেন মিলে ২০০ রানের বিশাল এক পার্টনারশিপ করে ১১৬ বলে ১১৪ রান করে আউট হন ডি কক। তারপর ১১৮ বলে ১৩৩ রান করে আউট হন ভ্যান ডের ডুসেন এবং এরপর ৩০ বলে ৫৩ রান করে আউট হন ডেভিড মিলার। নির্ধারিত ৫০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে তাদের ইনিংসের মোট রান সংগ্রহ দাড়ায় ৩৫৭ রান।

FB_IMG_1698948084490.jpg
Cricket South Africa

৩৫৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে নিউজিল্যান্ড। ১০০ রান পেরোতেই ৬ উইকেট হারিয়ে বসে নিউজিল্যান্ড। আর ৬৭ রান তুলতেই বাকি ৪ উইকেট হারায় তারা। দলের আট রানের সময় প্রথমে ৬ বলে ২ রান করে আউট হয় ডেভন কনওয়ে। নিউজিল্যান্ডের আর এক ওপেনার উইল ইয়াং ৩৭ বলে করেন ৩৩ রান। ৩০ বলে ২৪ রান করেন ড্যারিল মিচেল, ৫০ বলে ৬০ রান করেন গ্লেন ফিলিপস। আর বলার মত তেমন একটা রান করতে পারে নি কেউ। ৩৫ ওভার ৩ বলে ১৬৭ রানেই সব উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। ফলে ১৯০ রানের বিশাল এক জয়ের দেখা পায় দক্ষিণ আফ্রিকা।



0
0
0.000
0 comments