বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে চমক দেখালো নেদারল্যান্ড। 🏏

avatar

আফগানিস্তান ও ইংল্যান্ডের ম্যাচের পর নেদারল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে বিশ্বকাপে আর একটা বিস্ময়কর ম্যাচের সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। ২০২২ সালের টি টুয়েন্টি বিশ্বকাপ নেদারল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পরে দক্ষিণ আফ্রিকা। এইবার ২০২৩ ওডিআই বিশ্বকাপে অন্যতম পরাশক্তি ধর দল দক্ষিণ আফ্রিকা। আর সেটা তারা দেখিয়েও দিয়েছে বিশ্বকাপের শুরু থেকে। এইবার বিশ্বকাপে টানা দুই ম্যাচ দাপটের সাথে জিতে নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডের কাছে হেরে বসলো তারা। যেটা পূর্বের সব সমীকরণ ও পরিসংখ্যান থেকে আর দক্ষিণ আফ্রিকার বর্তমান অবস্থার কথা বিবেচনা করে দক্ষিণ আফ্রিকা নেদারল্যান্ডের থেকে অনেক শক্তিশালী একটা দল।

images (7).jpeg
Img

আর এইদিকে শুরু থেকে ভালো খেললেও প্রথম দুই ম্যাচে কোনো জয়ের দেখা পায় নি নেদারল্যান্ড। আর নিজেদের তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার সাথে অঘটন ঘটিয়েই বিশ্বকাপের প্রথম জয়টা ছিনিয়ে নিলো ডাচরা। আর ওডিআই রাঙ্কিং এ ১৪ তে থাকা দল এইভাবে দক্ষিণ আফ্রিকার মত দলকে হারিয়ে দিবে কেউ ভাবতেই পারে নি। গতকালকের এই ম্যাচে আবার প্রমাণিত হয়ে গেলো ক্রিকেটে কোনো সমীকরণ পরিসংখ্যান দিয়ে কাজ হয় না, এটা গোল গুটির খেলা, কে জিতবে বলা মুশকিল।

গতকালকের ম্যাচে দক্ষিণ আফ্রিকার মূল একাদশে যারা যারা খেলেছেন তারা হলো:
কুইন্টন ডি কক , টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ভ্যান ডের ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, জেরাল্ড কোয়েটজি।

আর নেদারল্যান্ড দলের মূল একাদশে যারা যারা খেলেছেন তারা হলো:
বিক্রমজিৎ সিং, ম্যাক্স ওডাউড, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, তেজা নিদামানুর, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট, লোগান ভ্যান বেক, রোয়েলফ ভ্যান ডার মেরওয়ে, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকারেন।

শুরুতে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। আর বৃষ্টি বিঘ্নিত ম্যাচে খেলা গোড়ায় ৪৩ ওভারে। শুরুতে নেদারল্যান্ড ব্যাটিং করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ডাচরা। প্রথম থেকেই ডাচদের কেউই যেনো ব্যাট হাতে তেমন একটা সুবিধা করতে পারছিল না বাইশ গজের মাটিতে। তবে দলের অধিনায়ক যেনো তার দলের জন্য দায়িত্বের ভারটা ঠিক মতই নিয়েছেন। দলের বিপর্যয়ে ৬৯ বলে ৭৮ রান করে দলকে বিপদ থেকে উদ্ধার করেছেন ক্যাপ্টেন স্কট এডওয়ার্ডস। লম্বা একটা রান করে দলকে আরো ইনিংসকে আরো দীর্ঘায়িত করেছেন তিনি। দলের জন্য দলকে জেতাতে ১৯ বলে ২৯ রান করে আরও সহযোগিতা করেছেন নেদারল্যান্ডের অল রাউন্ডার রোয়েলফ ভ্যান ডের মেরওয়ে। ৯ বলে ২৩ রান করে দলকে বিধ্বংসী একটা ইনিংস উপহার দেয় আরিয়ান দত্ত। সব শেষে ৪৩ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২৪৫ রান করে নেদারল্যান্ড।

FB_IMG_1697650875738.jpg
Img

৪৩ ওভারে ২৪৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই এক এরপর এক উইকেট হারাতে বসে আফ্রিকানরা। ডেভিড মিলার এর ৫২ বলে ৪৩ রান ও কেশব মহারাজর ৩৭ বলে ৪০ রান ছাড়া বোলার মত ভালো রান কেউ করতে পারেনি ২২ গজের মাটিতে। আফ্রিকার বিধ্বংসী সব ব্যাটারা নেদারল্যান্ডের কাছে এসে যেনো অসহায় হয় ছিলো। তাদের হাতে ১ বল থাকতেই সব উইকেট হারিয়ে ২০৭ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। সব শেষে ৩৮ রানের বিশাল জয় পায় নেদারল্যান্ডরা। আফগানিস্তানের পর এবার বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে আর একটা চমক দেখিয়ে দিলো নেদারল্যান্ড।



0
0
0.000
0 comments