India VS Pakistan।। ICC Cricket World Cup 2023 🏏

avatar
(Edited)

চলছে ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় আসর আইসিসি ওডিআই বিশ্বকাপের ১৩তম আসর। এরই মধ্যে ১২ টা ম্যাচ অলরেডি শেষ হয়ে গিয়েছে। আর গত শনিবার ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হলো আইসিসি ওডিআই বিশ্বকাপের ১২ তম ম্যাচ। ভারত ও পাকিস্তান খেলা মানেই ক্রিকেট ইতিহাসের সবচেয়ে উত্তেজনাকর ম্যাচ দেখবে পুরো বিশ্ব, সেটা আবার বিশ্বকাপের মত বড় আসরে। ক্রিকেট ইতিহাসে ভারত ও পাকিস্তানের দ্বন্দ্ব কয়েক দশক ধরেই চলে আসছে। ক্রিকেট মাঠের বাইরেও এই দুই দেশের সম্পর্ক এমনি। তাইতো কয়েক বছর ধরে ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক কোনো সিরিজ হয় না। তবে বড় বড় আসর যেমন এশিয়া কাপ, ক্রিকেট বিশ্বকাপের সময় দেখা যায় এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলকে লড়তে।

images (5).jpeg
Img

ভারত বনাম পাকিস্তানের মধ্যে ওডিআই ফরমেটে দেখা হয়েছে মোট ১৩৪ বার । তারমধ্যে ৭৩ বার জয়ী হয়েছে পাকিস্তান আর ৫৬ বার জয়ী হয়েছে ভারত ১ টা মাঠের কোনো ফলাফল আসে নি। তবে বড় বড় আসর এশিয়া কাপ ও ওডিআই বিশ্বকাপে দুইটাতেই এগিয়ে ভারত। এশিয়া কাপে ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়েছে মোট ১৫ বার। তারমধ্যে ৮ বার জিতেছে ভারত আর ৫ বার জিতেছে পাকিস্তান ২ টা ম্যাচের কোনো ফলাফল হয় নি। আর ওডিআই বিশ্বকাপে তো পাকিস্তান পুরোটাই পিছিয়ে রয়েছে ভারতের কাছে। ওডিআই বিশ্বকাপে একটা ম্যাচ ও জিততে পারেনি পাকিস্তান।

আবারো বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। গতকাল নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে ভারত ও পাকিস্তানের এই হাইভোল্টেজ ম্যাচ। টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারত। এইদিকে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই করেছিল পাকিস্তান। কিন্তু ৩০ ওভারের পর থেকেই শুরু হয় পাকিস্তানীদের উইকেট পতনের ঝড়। আবদুল্লাহ শফিকের ২৪ বলে ২০ রান, ইমাম উল হক এর ৩৮ বলে ৩৬ রান, বাবর আজম এর ৫৮ বলে ৫০ রান ও রিজওয়ান এর ৬৯ বলে ৪৯ রান এর পর আর কেউ ভারতের বোলারদের কাছে ব্যাট হাতে মাঠে টিকতে পারে নি। ৪২ ওভার ৫ বলেই সব উইকেট হারিয়ে মাত্র ১৯১ রানেই শেষ হয় পাকিস্তানের ইনিংস।

পাকিস্তান দলের হয়ে খেলেছেন আবদুল্লাহ শফিক, ইমাম-উল হক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান , সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, হাসান আলী, শাহীন আফ্রিদি, হারিস রউফ। আর ভারতের দলের হয়ে খেলেছেন রোহিত শর্মা , শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল , হার্দিক পান্ড্য, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।

FB_IMG_1697386704769.jpg
Img

জবাবে ভারত ব্যাট করতে নেমে তৃতীয় ওভারেই উইকেটের পতন ঘটে তাদের। শাহীন আফ্রিদির বলে প্রথম উইকেট হারায় ভারতীয়রা। ১১ বলে ১৬ রান করে শাদাব খানের হাতে ক্যাচ তুলে আউট হয় সাবমান গিল। এরপর ১৮ বলে ১৬ রান করে আউট হন ভিরাট কোহলি। দশ ওভারে ৭৯ রানে ২ উইকেট পড়ে যায় ভারতীয়দের। পরে ৬৩ বলে ৮৬ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচ ছাড়েন রোহিত শর্মা, তখন ভারতের দলীয় রান ছিলো ১৫৬ । ভারত তখন জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছে। এরপর ৬২ বলে ৫৩ রান করে শ্রেয়াস আইয়ার এবং ২৯ বলে ১৯ রান করে কে এল রাহুল, তারা দুইজনই অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন। ৩০ ওভার ৩ বলেই ৭ উইকেট হাতে থাকতেই জয়ের দেখা পায় ভারত।



0
0
0.000
0 comments