Afghanistan vs England।। ICC Cricket World Cup 2023🏏

avatar

ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় আসর আইসিসি ওডিআই ক্রিকেট বিশ্বকাপ। আর ক্রিকেট মানেই যেকোনো সময় যেকোনো ম্যাচে অঘটন ঘটতে পারে। গতকাল রবিবারের ম্যাচেও ঘটেছে এক অঘটন। গতকাল আফগানিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচের আগে আগের সকল পরিসংখ্যান দেখে দেখা যাচ্ছিল দুই দলের মধ্যে জয়ের দিক থেকে ইংল্যান্ড অনেক এগিয়ে। আর সবাই ধারণা ছিলো এই ম্যাচে ইংল্যান্ডই জিতবে। গত বারের শিরোপা বিজয়ী দল যে এই আবে আফগানিস্তানের সাথে হেরে যাবে কেউ চিন্তাও করে নি। আর এবারের বিশ্বকাপে অঘটন ঘটিয়ে দিল আফগানিস্তান।

images (6).jpeg
Img

আফগানিস্তানের বিশ্বকাপ যাত্রা শুরু হয় ২০১৫ সাল থেকে আর এই দুই আসর মিলে আফগানিস্তান জিতেছিল মাত্র একটা ম্যাচ। আফগানিস্তান এই একটা ম্যাচ জিতেছে ২০১৫ সালের বিশ্বকাপে। ২০১৯ সালের বিশ্বকাপে কোনো জয়ের দেখা পায় নি আফগানরা। গত দুই আসরে ইংল্যান্ডের সাথে হেরেছে আফগানরা। আর এই বিশ্বকাপের নিজেদের তৃতীয় ম্যাচে প্রথম জয়ের দেখা পেল আফগানিস্তান, সেটাও আবার গতবারের চ্যাম্পিয়ন দল ইংল্যান্ডের বিপক্ষে।

আফগানিস্তানের মূল একাদশে খেলেছেন রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি , মোহাম্মদ নবী, ইকরাম আলীখিল , আজমতুল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, নবীন-উল-হক, ফজল হক ফারুকী। আর ইংল্যান্ডের দলে মূল একাদশে খেলেছেন জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার , লিয়াম লিভিংস্টোন, স্যাম কুরান, ক্রিস ওকস, আদিল রশিদ, মার্ক উড, রিস টপলে।

শুরুতে টসে হেরে ব্যাটিং করার সুযোগ পায় আফগানিস্তান। ব্যাটিং করতে নেমে ইনিংসের এক বল বাকি থাকতেই ২৮৪ রানে সব উইকেট হারায় আফগানিস্তান। আর জবাবে ব্যাট করতে নেমে ৪০ ওভার ৩ বলে ২১৫ রান করে সব উইকেট হারায় ইংলিশরা। শুরু থেকেই আফগানদের বোলিং দাপটে ব্যাট হাতে মাঠে শক্ত হতে দাড়াতে পারে নি ইংলিশরা। ওপেনিংয়ে জনি বেয়ারস্টো ৪ বলে ২ রান করে মাঠ ছাড়ার পর ডেভিড মালান ও ব্যাট হতে ইনিংসটা বড় করতে পারে নি। ৩৯ বলে ৩২ রান করে মাঠ ছাড়েন তিনি। হ্যারি ব্রুক এর ৬১ বলে ৬৬ রান এর ইনিংস ছাড়া তেমন কেউ আর খুব একটা রান করতে পারে নি।

FB_IMG_1697475430436.jpg
Img

এইদিকে আফগানিস্তান শুরুতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিল আফগানিস্তান। ওপেনিংয়ে গুরবাজ ও ইব্রাহিম জাদরান দুজনে মিলে পার্টনারশিপ করে ১২২ রানের। ১২২ রানের সময় প্রথম উইকেট এর পতন ঘটে আফগানদের। ৪৮ বলে ২৮ রান করে প্রথমে মাঠ ছাড়েন ইব্রাহিম জাদরান। আর ৫৭ বলে ৮০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন গুড়বাজ। এইদিকে মিডল অর্ডার নেমে ৬৬ বলে ৫৮ রান করেন ইকরাম আলীখিল। ব্যাট হাতে ও বল হাতে দুর্দান্ত খেলেছেন রশিদ খান ও মুজিব। ব্যাট হাতে ২২ বলে ২৩ রান ও বল হাতে ৩ উইকেট তুলে নেয় রশিদ খান। আর এইদিকে ব্যাট হতে ১৬ বলে ২৮ ও বল হাতে ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচ সেরা হন মুজিবুর রহমান। সব মিলিয়ে দুর্দান্ত ব্যাটিং ও বলিং করে ইংল্যান্ডকে পরাজিত করে আফগানিস্তান।



0
0
0.000
0 comments