বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে প্রথম জয়ের দেখা পেলো অস্ট্রেলিয়া। 🏏

avatar

অস্ট্রেলিয়া ও শ্রীলংকার মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হলো আইসিসি ওডিআই ক্রিকেট বিশ্বকাপের ১৪ তম ম্যাচ। আর এই ম্যাচে দুই দলেরই ছিলো নিজেদের তৃতীয় নম্বর ম্যাচ। সেখানে দুই দলই ছিলো পয়েন্ট শূন্য। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়া এইবারের বিশ্বকাপের শুরুটা ভালো করতে পারে নি। ভারত ও দক্ষিণ আফ্রিকার সাথে হেরে পয়েন্ট টেবিলের নিচে পড়ে ছিল অস্ট্রেলিয়া। টানা দুই ম্যাচ হেরে শ্রীলংকার সাথে জিতে পয়েন্ট টেবিলের খাতা খুললো অজিরা। যদিও পয়েন্ট টেবিলে তারা এখন আটে। এইদিকে লংকানরা এখনো জয়ের মুখ দেখতে পারে নি। টানা তিন ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের নয়ে অবস্থান করছে লংকানরা।

CRICKET-WORLDCUP-AUS-ZAF--30_1697374656005_1697374698304.jpeg
Img

শুরুতে টসে জিতে ব্যাটিং করতে নেমে ২০৯ রান করে সব উইকেট হারিয়ে ফেলে লংকানরা। জবাবে ব্যাট করে নেমে ৫ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। ভারতের মাটিতে পেস বোলারদের থেকে স্পিন বোলার রা একটু বেশি সুবিধা পায়। ভারতের বেশিরভাগ পিসই নাকি ঐভাবে বানানো। এইদিকে অস্ট্রেলিয়ার স্পিন বোলার অ্যাডাম জ্যাম্পা গত দুই ম্যাচে খুব একটা সুবিধা করতে না পারলেও গতকালকের ম্যাচে শ্রীলংকার সাথে ৪ উইকেট তুলে নেয় অ্যাডাম জ্যাম্পা। সাথে সাথে ম্যান অফ দা ম্যাচ হন এই ডান হাতি বোলার অ্যাডাম জ্যাম্পা।

তবে এখনও জয়ের মুখ দেখতে পারে নি সদ্য শেষ হওয়া আইসা কাপের রানার আপ দল শ্রীলংকা। এশিয়া কাপে দুর্দান্ত খেলে সব ম্যাচ জিতে ফাইনালে ওঠা দল ভারতের কাছে লজ্জাজনক ব্যাটিং দিয়ে শুরু হয়েছে লংকানদের পরাজয়ের সূচনা। আর এখন বিশ্বকাপে এসে কোনো জয়ের মুখই দেখতে পারছেনা তারা। তবে টানা দুই ম্যাচ হেরে চাপের মুখে থেকে বেরিয়ে এসেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার মূল একাদশে খেলেছেন মিচেল মার্শ, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, মারনাস ল্যাবুসচেন, জোশ ইঙ্গলিস , গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা, জোশ হ্যাজেলউড।আর শ্রীলংকার মূল একাদশে খেলেছেন পথুম নিসাঙ্কা, কুসল পেরেরা, কুসল মেন্ডিস , সাদিরা সামারাউইক্রমা, চরিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, চামিকা করুণারত্নে, দুনিথ ওয়েললাগে, মহেশ থেকশানা, লাহিরু কুমারা, দিলশান মাদুশঙ্কা।

শ্রীলংকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচে শুরুতে টসে জিতে ব্যাটিং করতে নামে শ্রীলংকা। শুরুটা ভালোই করেছিল লংকান দুই ওপেনার পথুম নিসাঙ্কা ও কুসল পেরেরা। দুইজনে মিলে ১২৫ রানের পার্টনারশিপ করে প্রথমে আউট হন পথুম নিসাঙ্কা। ৬৭ বলে ৬১ রান করে ম্যাচ ছাড়েন তিনি। আর এর ২৮ বল পরে আউট হন কুসল পেরেরা। ৮২ বলে ৭৮ রান করে আউট হন এই বাম হাতি ব্যাটসম্যান। পথুম নিসাঙ্কা ও কুসল পেরেরা আউট হওয়ার পর ব্যাট হাতে কেউই আর বলার মত তেমন একটা রান করতে পারে নি। অপেনার দুইজন আউট হওয়ার পর অস্ট্রেলিয়ান বোলারদের কাছে আর রুখে দাঁড়াতেই পারে নি লংকান ব্যাটারা। ৪৩ ওভার ৩ বলে ২০৯ রানেই সব উইকেট হারায় লংকানরা।

FB_IMG_1697560984370.jpg
Img

২১০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩৫ ওভার ২ বলেই ইনিংস শেষ করে জয় তুলে নেয় অজিরা। শুরুতে প্রথম ৪ ওভারে ২৪ রানে ২ উইকেট হারিয়ে বিপাকে পরে অস্ট্রেলিয়া। তবে খুব সুন্দরভাবে কাটিয়ে তোলে তারা। ৫১ বলে ৫২ রান করেন অস্ট্রেলিয়ান ওপেনার মিচেল মার্শ, ৬০ বলে ৪০ রান করেন মারনাস ল্যাবুসচেন, ৫৯ বলে ৫৮ রান করেন জোশ ইঙ্গলিস, ২১ বলে ৩১ রান করেন গ্লেন ম্যাক্সওয়েল এবং ১০ বলে ২০ রান করেন মার্কাস স্টয়নিস। দলের জয়ের জন্য যখন দরকার ১ রান তখন ছয় মেরেই দলকে জয়ের মুখ দেখান মার্কাস স্টয়নিস।



0
0
0.000
0 comments