মাক্সওয়েলের দাপটে অবিশ্বাস্য জয় অস্ট্রেলিয়ার 🏏
দুর্দান্ত এক উত্তেজনাকর ম্যাচের সাক্ষী হলো পুরো ক্রিকেট বিশ্ব। চলতি ভারত বিশ্বকাপে গতকালকে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের দুই দলেরই সেমিফাইনালে উঠার লড়াইয়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ ছিলো এটি। দশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তিন নম্বরে থাকা দল অস্ট্রেলিয়া ও ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ছয় নম্বরে থাকা দল আফগানিস্তান। তাই দুই দলের জন্যই সেমিফাইনালে উঠার জন্য একটা গুরুত্ব পূর্ণ ম্যাচ ছিলো এটি। প্রায় হারের মুখ থেকে জয়ের দেখা পেল পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়া। আর সেই ম্যাচেটা ম্যাক্সওয়েল একাই অসম্ভবকে সম্ভব করে জয় তুলে নিয়েছেন। আর সেই সাথে সেমিফাইনালে উঠার রাস্তাটাও নিশ্চিত করে নিলো অস্ট্রেলিয়া।
এদিকে আফগানিস্তান এর সেমি ফাইনালে উঠার রাস্তাটা আরো জটিল হয়ে গেলো। সেমিফাইনালে উঠার জন্য তাদের জিততে হবে আরো একটি ম্যাচ। আফগানিস্তানের শেষ ম্যাচ দক্ষিণ আফ্রিকার সাথে এবং সেই ম্যাচে তাদেরকে হারাতে হবে এবং এরপরও তাকিয়ে থাকতে হবে নিউজিল্যান্ড ও পাকিস্তানের দিকে। এই দুই দল যদি তাদের পরবর্তী ম্যাচটি হেরে যায় তাহলেই তারা সেমিফাইনালে খেলার সুযোগ পাবে। এটা সত্যি অনেক জটিল একটা সমীকরণ। তারপরও তাদের একটা আশা আছে। যদিও ভারত বিশ্বকাপে এইটাই তাদের জন্য অনেক বড় একটা অর্জন। ২০১৯ বিশ্বকাপে একটা ম্যাচ ও না জেতা দল এবার বিশ্বকাপে ইংল্যান্ড, পাকিস্তান, বাংলাদেশ ও নেদারল্যান্ডকে হারিয়ে চমক দেখেছে মুজিব, রশিদ খানরা।
এই মাঠে অস্ট্রেলিয়া দলের হয়ে খেলেছেন ট্র্যাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, মারনাস ল্যাবুসচেন, জোশ ইঙ্গলিস , গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড। আর আফগানিস্তান দলের হয়ে খেলেছেন রাহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, ইকরাম আলীখিল , রশিদ খান, মুজিব উর রহমান, নূর আহমদ, নবীন-উল হক।
শুরুতে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। ব্যাটিং করতে নেমে শুরু থেকেই ভালো খেলেছেন আফগানিস্তানের ব্যাটসম্যানরা। ব্যাট হাতে মোটামুটি সবাই ভালো খেলে দলকে সহায়তা করেছেন আফগানিস্তানের ব্যাটসম্যানরা। আফগানিস্তানের ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ২৫ বলে ২১ রান করে প্রথমে আউট হয় এবং এরপর আর এক ওপেনার ইব্রাহিম জাদরান ১৪৩ বল খেলে করেন ১২৯ রানের দুর্দান্ত একটা ইনিংস। ৪৪ বলে ৩০ রান করেন রহমত শাহ, ৪৩ বলে ২৬ রান করেন হাশমতুল্লাহ শহীদী, ১৮ বলে ২২ রান করেন আজমতুল্লাহ ওমরজাই, ১৮ বলে ৩৫ রান করেন রশিদ খান। সব মিলিয়ে নির্ধারিত ৫০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২৯১ রান করে আফগানরা।
জবাবে ২৯২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই তোপের মুখে পড়েন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা। শুরুতেই দ্বিতীয় ওভারে দলের ৪ রানের সময় প্রথম উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। প্রথমে ২ বলে শূন্য রানেই আউট হয়ে মাঠ ছাড়েন ট্র্যাভিস হেড। এরপর ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ মিলে ভালো একটা খেলা শুরু করলেও ২৯ বলে ১৮ রান করে ও ১১ বলে ২৪ রান করে আউট হন ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। এরপর একে একে আউট হন
জোশ ইংলিশ, মার্নাস লাবুসচেন, মার্কাস স্টয়নিস, ও মিচেল স্টার্ক। এইসময় ১৮ ওভার খেলে ৯১ রান করে ৭ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। এমন অবস্থায় যে কেউ বলবে অস্ট্রেলিয়া আর জিততে পারবে না। এই অবস্থা থেকেও যে দলকে জয়ের মুখ দেখানো যায় সেটা দেখিয়ে দিলেন সুপার হিরো ম্যাক্সওয়েল। অতি দানবীয় একটা ইনিংস খেলে পায়ের সমস্যা নিয়েই নিজে একাই ১২৮ বলে ২০১* রান করে দলকে জিতেয়ে সেমি ফাইনাল নিশ্চিত করান তিনি। আর সেইসাথে ৬৮ বল খেলে ১২* রান করে উইকেট ধরে রেখে ম্যাক্সওয়েলকে সঙ্গ দিয়েছেন অধিনায়ক প্যাট কামিন্স।