বিশ্বকাপে অপরাজিত ভারত দল। 🏏

avatar

চলছে ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় আসর আইসিসি ওডিআই ক্রিকেট বিশ্বকাপ ২০২৩। এই বছর অক্টোবর মাসের ৫ তারিখ থেকে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড এর মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে আইসিসি ওডিআই ক্রিকেট বিশ্বকাপ। আর এখন পর্যন্ত বিশ্বকাপের ৩৪ টা ম্যাচ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। তার মানে বোঝাই যাচ্ছে বিশ্বকাপ পর্ব প্রায় শেষের দিকেই। আর সাথে সাথে জমেও উঠেছে বিশ্বকাপের সেমিফাইনালে উঠার লড়াইটা। এবার বিশ্বকাপে অন্যতম হট ফেভারিট দল ভারত। আর এইবারের বিশ্বকাপটা ভারতের মাটিতে হওয়ায় নিজেদের পরিচিত ম্যাচে অনেকটাই এগিয়ে থাকবে স্বাগতিক ভারত। নিজেদের মাটিতে অনুষ্ঠিত এইবারের বিশ্বকাপটা নিজেদের ঘরে রাখাটাই তাদের মূল লক্ষ্য।

FB_IMG_1699032235250.jpg
Indian Cricket Team

তাইতো এবারের বিশ্বকাপে সব দলের থেকে একটু আলাদা দল ভারত। নিজেদের সাত টা ম্যাচের মধ্যে সাত টাতেই জয় লাভ করে বিশ্বকাপে এখন পর্যন্ত সব ম্যাচে অপরাজিত এই স্বাগতিক ভারত দল। নিজেদের সপ্তম ম্যাচে শ্রীলংকাকে ৩০২ রানে হারিয়ে ইতিমধ্যে সেমিফাইনালের ওঠার রাস্তা টা সবার আগে নিশ্চিত করে নিয়েছে তারা। নিজেদের ধারাবাহিক পারফরম্যান্স ও সব ম্যাচে অপরাজিত থাকা এই দল বিশ্বকাপের ট্রফি জয় করার জন্য তারা শক্ত দাবিদার। গতকালকে বুধবারে মাঠে নামে এই দুই দল শ্রীলংকা ও ভারত।

শুরুতে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলংকা। আর শুরুতে ব্যাটিং করার সুযোগ পেয়ে নির্ধারিত ৫০ ওভার শেষে ৩৫৮ রানের টার্গেটে দেয় ভারত। শুবমান গিল এর ব্যাট থেকে করা ৯২ বলে ৯২ রান, ভিরাট কোহলির ব্যাট থেকে করা ৯৪ বলে ৮৮ রান ও শ্রেয়াস আইয়ার এর ব্যাট থেকে করা ৫৬ বলে ৮২ রান আর বাকিদের ব্যাট থেকে করা আরও কিছু রানের সংগ্রহ ভারতকে মোট রানের সংগ্রহ দাড় করায় ৩৫৭ রানে।

জবাবে ব্যাট করতে নেমে ভারতের বোলারদের কাছে বিধ্বংসী শ্রীলংকান ব্যাটসম্যানরা। মাত্র ৫৫ রানেই সব উইকেট হারিয়ে ফেলে লংকানরা। মানে তারা ব্যাট হাতে মাঠে নামছে আর প্রথম বলেই আউট হয়ে শূন্য হতে ফিরে যাচ্ছে সাজ ঘরে। প্রথমে ৩ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে লংকানরা। এরপর ধীরে ধীরে ৫৫ রান করতেই সব উইকেট হারিয়ে ফেলে তারা। মোহাম্মদ সামি ও মোহাম্মদ সিরাজ দের বোলিং দাপটে পথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, সাদিরা সামারাবিক্রমা, দুষণ হেমন্ত ও দুষ্মন্ত চামেরা এদের মত বড় বড় ব্যাটসম্যানদের শূন্য রানেই মাঠ ছাড়তে হয়। লংকানদের এমন ব্যাটিং সত্যি লজ্জা জনক। এশিয়া কাপের ফাইনালের মত এবার বিশ্বকাপে ও এত কম রানে সব উইকেট হারালো শ্রীলংকা। এবার এশিয়া কাপের চ্যাম্পিয়ন দল ভারত বিশ্বকাপেও দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছে তারা।

FB_IMG_1699032316690.jpg
Indian Cricket Team

আর বিশ্বকাপে ভারতের প্রথম প্রতিপক্ষ দল ছিল পাঁচ বারের চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়া। নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারায় স্বাগতিক ভারত। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় আফগানিস্তানের সাথে।আফগানিস্তানকে পরাজিত করে ৮ উইকেটের বিশাল জয় পায় ভারত। এরপর তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় নিজেদের চির প্রতিদ্বন্দ্বী দল পাকিস্তানের বিপক্ষে। ভারতের কাছেও যেনো অসহায় পাকিস্তান দল। পাকিস্তানকেও পরাজিত করে ৭ উইকেটের বিশাল জয় পায় ভারত। এরপর নিজেদের চতুর্থ নম্বর ম্যাচ মুখোমুখি হয় বাংলাদেশের সাথে। বাংলাদেশকেও পরাজিত করে ৭ উইকেটের বিশাল জয় পায় ভারত। এরপর একে একে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলংকাকে পরাজিত করে সাত ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দুই ম্যাচ হাতে রেখেই সেমিফাইনালে উঠা নিশ্চিত করে নিয়েছে ভিরাট কোহলিরা।



0
0
0.000
0 comments