টি-টোয়েন্টি ক্রিকেটে যেন এক অচেনা বাংলাদেশ। 🏏
টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্ব ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফরমেট। এই ফরমেটে ক্রিকেটের স্বর্ণ যুগ চলতেছে সেটা অনায়সে বলা যায়। বিশ্বের বিভিন্ন দেশে টি-টোয়েন্টি লীগ চালু হওয়ার পর যেন এই ফরমেট জনপ্রিয়তার আরো তুঙ্গে পৌঁছে গেছে৷
আইপিএল, বিগব্যাশ, পিসিএল, বিপিএল সহ আরো অনেক দেশে টি-টোয়েন্টি ক্রিকেটে টুর্নামেন্ট চালু হয়েছে৷ এমন কি বর্তমানে টি-টেন লীগও চালু হয়েছে। যা মূলত দশ ওভারে খেলা হয়ে থাকে৷ আর সেই গুলোই টি-টোয়েন্টি ক্রিকেট কে আরো জনপ্রিয়তার তুঙ্গে নিয়ে গেছে।
কিন্তু বিশ্ব ক্রিকেট টি-টোয়েন্টি ফরমেটে যতটুকু জনপ্রিয়তা বাড়ছে আর জনগনের দেখার চাহিদা বাড়ছে বাংলাদেশ টি-টুয়ান্টি ক্রিকেট দল ঠিক ততটাই পিছিয়েছে। যেন স্রোতের বিপরীতে হাঁটতেছে বাংলাদেশ।
অথচ এই খেলাটার জনপ্রিয়তা, ব্র্যান্ড ভ্যালু কোনো কিছুতেই কমতি নেই বাংলাদেশে। বাংলাদেশের মানুষ ক্রিকেট কে প্রচন্ড পরিমাণ ভালোবাসে। বহির্বিশ্বে বাংলাদেশকে ক্রিকেটের দেশ হিসেবেই চিনে। সেই বাংলাদেশ ক্রিকেটে যতটুকু সুনাম কুড়িছিলো ওয়ানডে ফরমেট ছাড়া টেস্ট এবং টি-টোয়েন্টিতে সেই জায়গাতেই যেন পরে আছে বাংলাদেশ৷
সম্প্রতি টেস্ট এবং টি-টোয়েন্টি ক্রিকেটের অবস্থা তো একদম ভয়াবহই বলা যায়। ছোট ছোট দলের বিপক্ষে হার। বড় বড় দলের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ যেন বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেটের ভবিষ্যৎ নিয়েই ভাবাচ্ছে।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের কথাই বলা যাক কোনোরকম টেনেটুনে বাছাইপর্ব পেরিয়ে মূল পর্বে গেলেও সেখান থেকে খুব বাজে ভাবেই বাদ পরে বাংলাদেশ৷ সবগুলো ম্যাচেই হেরে বিদায় নিয়েছিলো বাংলাদেশ তাও অসহায় আত্মসমর্পণের মাধ্যমে। তখন ছোট ছোট দল গুলোও নাকানিচুাবানী খেয়ে দিয়ে দিছিলো বাংলাদেশকে।
সেই বাংলাদেশ এখনো সেই জায়গা থেকেই বেরুতে পারেনি। টি-টোয়েন্টি নতুন কিছু করার প্রত্যয় নিয়েই সম্প্রতি জিম্বাবুয়ে সফরে টি-টুয়ান্টি সিরিজের জন্য এক নতুন দল ঘোষণা করেছিলো৷ সেখানে মাহমুদউল্লাহ কে অধিনায়কত্ব থেকে সরিয়ে নুরুল হাসান সোহানকে অধিনায়কের দায়িত্ব দেন।
কিন্তু সেই সফরেও ব্যর্থ বাংলাদেশ৷ তিন ম্যাচের সিরিজে দুইটাতেই হার। যে জিম্বাবুয়ে বর্তমান ক্রিকেট থেকে হারিয়ে যাওয়ার পথে সেই জিম্বাবুয়ের বিপক্ষেই বাংলাদেশের সিরিজ হার। যেন এক লজ্জার ইতিহাস বাংলাদেশের। কারন এটাই টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের প্রথম সিরিজ জয়।
আমার মনে হয় বাংলাদেশের এই অবস্থার জন্য শুধু বাংলাদেশের ক্রিকেটার রাই দায়ী নয়। এর সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও ব্যর্থতা রয়েছে৷ বাজে ম্যানেজম্যান্ট, বাজে দল সিলেকশন, খেলোয়াড়দের ভালো কম্বিনেশনের অভাব, কোন খেলোয়াড় কোন ফরমেটের জন্য উপযুক্ত সেগুলো সিলেকশনের ভুল এই সব গুলো মিলিয়েই বাংলাদেশের টি-টুয়ান্টি ক্রিকেটের ভবিষ্যৎ অন্ধকারের দিকে এগুচ্ছে।
আমার মনে হয় এই সব গুলোর সমাধান যেদিন থেকে সুন্দর ভাবে হবে সেদিন থেকেই বাংলাদেশ টি-টুয়েন্টি ক্রিকেট সাফল্যর পথে হাটবে৷