বাংলাদেশকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল শ্রীলঙ্কা।। 🏏
চলতি বাংলাদেশ বনাম শ্রীলংকার মধ্যকার ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে পরাজিত বাংলাদেশ দল। গতকালকে চট্টগ্রামের মাটিতে অনুষ্ঠিত হয় বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার এই ম্যাচটি। ওয়ানডে ফরমেটের নির্দিষ্ট ওভার শেষে ২৮৭ রানের টার্গেট দিয়েও জয়ের মুখ দেখা হলো না টাইগারদের। টি টোয়েন্টি সিরিজ হারের পর এখন ওয়ানডে সিরিজে জয়ের মুখ দেখা হবে কিনা সেটা এখন অনিশ্চিত।
Bangladesh Cricket: The Tigers
প্রথম ম্যাচে শ্রীলংকাকে ৬ উইকেট পরাজিত করার পর মনে হচ্ছিল ওয়ানডে সিরিজের ট্রফিটা মনে হয় বাংলাদেশ দলেরই হবে। তবে এখন দ্বিতীয় ম্যাচ হারের পর সেই আশাটা অনেক টাই ধোঁয়াশা হয়ে গিয়েছে। তারপরও টাইগারদের সিরিজ জয়ের আশাটা এখনো বাকি রয়েছে। কারণ শেষের ম্যাচটা জয় ছিনিয়ে নিতে পরলেই ট্রফিটা হবে টাইগারদের। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দলের খেলয়াড়দের কোনো পরিবর্তন আনা না হলেও তৃতীয় ম্যাচে পরিবর্তন আনার বেশি সম্ভাবনা রয়েছে।
এই ম্যাচে শ্রীলংকা দলে হয়ে খেলেছেন পথুম নিসাঙ্কা, আবিষ্কা ফার্নান্দো, কুসল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, জানিথ লিয়ানাগে, মহেশ থেকশান, প্রমোদ মধুশান, দিলশান মাদুশঙ্কা, লাহিরু কুমার। আর বাংলাদেশ দলের হয়ে খেলেছেন লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হাসান শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।
শুরুতে টসে হেরে ব্যাটিং করতে হয় বাংলাদেশ দলকে। আর ব্যাটিং করতে নেমে শূন্য রানেই প্রথম উইকেটের পতন ঘটে বাংলাদেশের। প্রথমে ৩ বলে শূন্য রান করে আউট হন লিটন দাস। এরপর ৩৯ বলে ৪০ রান করে সাজঘরে ফেরেন নাজমুল হাসান শান্ত। ৬৬ বলে ৬৮ রান করে ফর্মে ফেরেন সৌম্য সরকার। এরপর টানা কয়েকটা উইকেট পড়ার পর দল একটু চাপে পড়লেও পরে তাওহীদ হৃদয় এর ঝড়ো ব্যাটিংয়ে দলের রানের সংগ্রহ ভালো একটা পর্যায়ে গিয়ে দাড়ায়। নির্ধারিত ওভারে শেষে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের রানের সংগ্রহ গিয়ে দাড়ায় ২৮৬ রান।
Bangladesh Cricket: The Tigers
২৮৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শরিফুল ইসলামের প্রথম ওভারেই লংকানদের প্রথম উইকেটের পতন ঘটে। লংকান ওপেনার আবিষ্কা ফার্নান্দো প্রথমে শূন্য রানে আউট হয় যান। এরপর ষষ্ট ও সপ্তম ওভারে পর পর কুসল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমা এর উইকেট হারায় লংকানরা। পরপর দুই উইকেট হারিয়ে ও আবার ঘুরে দাঁড়ায় লংকানরা। পথুম নিসাঙ্কা ও চারিথ আসালাঙ্কা দুইজন মিলে ১৮৫ রানের বিশাল এক পার্টনারশিপ গড়ে দলকে নিরাপদ স্থানে নিয়ে যায় তারা। ১১৩ বলে ১১৪ রান করে আউট হন পথুম নিসাঙ্কা আর ৯৩ বলে ৯১ রান করে আউট হন চারিথ আসালাঙ্কা। এরপর খুব সহজেই ধীরে ধীরে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় লংকানরা। নির্ধারিত ওভার শেষ হওয়ার ২ ওভার ৫ বল হাতে থাকতেই ৭ উইকেট হারিয়ে ২৮৭ রান করে জয় ছিনিয়ে নেয় লংকান দল।