অবশেষে জয়ের মুখ দেখলো বাংলাদেশ। 🏏
গতকালকে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হলো চলতি একদিনের ক্রিকেট বিশ্বকাপের ৩৮ তম ম্যাচ। দেখতে দেখতে ২০২৩ বিশ্বকাপের লীগ পর্বের ম্যাচ গুলো এখন প্রায় শেষের দিকে। বিশ্বকাপে টানা ছয় ম্যাচ হারের পর শ্রীলংকার সাথে জয় পেলো বাংলাদেশ। বিশ্বকাপ থেকে সেমি ফাইনালের লড়াইয়ে আগেই বিদায় নিয়েছে বাংলাদেশ। তবে শ্রীলংকাকে হারিয়ে চ্যাম্পিয়ন লীগ খেলার আশাটা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ জিতেছিল আফগানিস্তানের বিপক্ষে। তারপর টানা ছয় ম্যাচ কোনো জয়ের দেখা পায়নি বাংলাদেশ। এরপর নিজেদের ৮ম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে অবশেষে জয়ের দেখা পেল সাকিব আল হাসানরা।
Bangladesh Cricket: The Tigers
ম্যাচ জিতে ও আলোচলার মুখে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। সাদিরা সামারাবিক্রমা আউট হওয়ার পর হেলমেট সমস্যার কারণে মাঠে নামতে দেরি করেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। পরে উইকেটের জন্য আম্পায়ারের কাছে আপিল করেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। আম্পায়ার তখন সেটা পর্যালোচনা করে আউট দিয়ে দেন। আইসিসি এর নিয়ম অনুযায়ী একজন খেলোয়াড় আউট হওয়ার পর পরবর্তী খেলোয়াড়কে দুই মিনিটের মধ্যে মাঠে নেমে বল ফেস করতে হবে। আর সেই নিয়মেই আউট হন অ্যাঞ্জেলা ম্যাথিউস। আর সেটা নিয়েই চলছে সাকিব আল হাসানের পক্ষে বিপক্ষে নানা আলোচনা সমালোচনা।
গতকালের ম্যাচে বাংলাদেশ দলের হয়ে মূল একাদশে ছিলেন তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম , মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম। আর শ্রীলংকা দলের মূল একাদশে ছিলেন পথুম নিসাঙ্কা, কুসল পেরেরা, কুসল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাউইক্রমা, চরিথ আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, মহেশ থেকশানা, দুষ্মন্ত চামেরা, কাসুন রাজিথা, দিলশান মাদুশঙ্কা।
আর খেলার শুরুতে বাংলাদেশ টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিলে, লংকানরা ব্যাটিং করতে নেমে প্রথম ওভারেই শরিফুল ইসলামের বলে উইকেট হারায় তারা। ৫ বলে ৪ রান করে মাঠ ছাড়তে হয় শ্রীলংকান ওপেনার কুশল পেরেরাকে। এরপর দলের অধিনায়ক কুশল মেন্ডিস আউট হন ৩০ বলে ১৯ রান করে। এরপর পথুম নিসাঙ্কা এর ৩৬ বলে ৪১রান, সাদিরা সামারাবিক্রমা এর ৪২ বলে ৪১ রান, চারিথ আসালাঙ্কা এর ১০৫ বলে ১০৮ রান ও সব মিলিয়ে নির্ধারিত ওভারের ৩ বল বাকি থাকতেই সব উইকেট হারিয়ে ২৭৯ রান করে লংকানরা।
জবাবে ২৮০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে ৬ ওভার ২ বলে দলের ৪১ রানে দুই উইকেট হারায় বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও লিটন দাস যথাক্রমে ৯ ও ২৩ রান করে আউট হয়ে যায়। এরপর নাজমুল হাসান শান্ত ও সাকিব আল হাসান মিলে ১৬৯ রানের পার্টনারশিপ করে দলে জয়ের দিকে এগিয়ে নিয়ে যায়। আর এখানে সাকিব আল হাসান ব্যাট হাতে করেন ৬৫ বলে ৮২ রান, আর নাজমুল হাসান শান্ত করেন ১০১ বলে ৯০ রান। এরপর আর দরকার ছিল ৬৯ রান। কিন্তু সাকিব ও শান্ত আউট হওয়ার পর পরবর্তী খেলোয়াড় মাহমুদুল্লাহ, মুশফিক, মিরাজ কেউই মাঠে থেকে জয় ছিনিয়ে আনতে পারে নি। মাহমুদুল্লাহ, মুশফিক, মিরাজ আউট হওয়ার পর উইকেট বিপর্যয়ে পড়তে নিচ্ছিল বাংলাদেশ। অবশেষে তওহীদ হৃদয় ও তানজিম হাসান সাকিব মিলে মাঠে থেকে জয় পায় বাংলাদেশ।