প্রথম টেস্টে ৩২৮ রানের জয় পেলো শ্রীলংকা। 🏏
বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে বাজেভাবে হারলো বাংলাদেশ। শ্রীলংকার দেওয়া ৫১১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৮২ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস। ৩২৮ রানের বিশাল ব্যবধানে লংকানদের কাছে পরাজিত বাংলাদেশ। সিলেটের মাটিতে বাংলাদেশি ব্যাটসম্যানদের নাজেহাল অবস্থায় হারলো বাংলাদেশ। গত ২২ মার্চ শুক্রবার সিলেটের মাটিতে শুরু হয় বাংলাদেশ বনাম শ্রীলংকার মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ। বাংলাদেশি ব্যাটসম্যানদের ব্যাটিং ব্যার্থতায় ৫ দিনের টেস্ট ম্যাচ চার দিনেই শেষ হয়ে যায়।
শুরুতে বাংলাদেশ টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় আর শ্রীলংকা ব্যাটিং করতে নেমে শুরু থেকে ব্যাটিং বিপর্যয়ে পড়ে লংকানরা। দলীয় ৩ রানেই প্রথম উইকেট হারায় লংকানরা। ৯ বলে ২ রান করে খালেদ আহমেদের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যায় নিশান মাদুশকা। এরপর দলীয় ৫৭ রান করতেই পরপর চার উইকেট হারিয়ে উইকেট সংকটে পড়ে লংকানরা। তবে এরপর ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস দুইজনে মিলে ব্যাট হাতে মাটি কামড়ে খেলতে থাকেন। দুইজন মিলে ২০২ রানের বিশাল এক পার্টনারশিপ গড়ে তোলেন। আর সব উইকেট হারিয়ে ২৮০ রানে শেষ হয় লংকানদের প্রথম ইনিংস।
এরপর ম্যাচে মানে বাংলাদেশি ব্যাটসম্যানরা। ব্যাটিং করতে নেমে শ্রীলংকান বোলারদের কাছে অসহায় বাংলাদেশি খেলোয়াড়রা। ব্যাটিং করতে নেমে শুরুতে দলীয় ১১ রানের সময় প্রথম উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। ৮ বলে ৯ রান করে মাঠ ছাড়ে জাকির হোসেন। এরপর ১০ বলে ৫ রান করে আউট হন নাজমুল হাসান শান্ত। দলীয় ১৭ রানেই দুই উইকেট হারিয়ে ফেলে, আর এরপর পর পর ধীরে ধীরে সব উইকেট হারাতে থাকবে বাংলদেশে। ৮০ বলে ৪৭ রান করেন তাইজুল ইসলাম, ৪৩ বলে ২৫ রান করেন লিটন দাস। আর এ ছাড়া বলার মত কেউ তেমন একটা রান করতে পারেনি কেউ। প্রথম ইনিংস শেষে দশ উইকেট হারিয়ে বাংলাদেশের মোট রানের সংগ্রহ গিয়ে দাড়ায় ১৮৮ রান।
আর প্রথম ইনিংস শেষে ৯২ রানের লিডে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে শ্রীলংকা। শুরুটা খারাপ হলেও শেষ টা ভালো করেই শেষ করে লংকানদের দ্বিতীয় ইনিংস। দ্বিতীয় ইনিংসের শুরুতে দলীয় ১৯ রানে প্রথম উইকেট হারায় লংকানরা। দলীয় ১২৬ রানে ৬ উইকেট হারিয়ে হারিয়েও আবার ঘুরে দাঁড়ায় লংকান ব্যাটারা। ১০১ বলে ৫১ রান করেন লংকান ওপেনার দিমুথ করুনারত্নে। ১৭৯ বলে ১০৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে ধনঞ্জয়া ডি সিলভা, ২৩৭ বলে ১৬৪ রানের বিশাল এক ইনিংস খেলে আউট হন কামিন্দু মেন্ডিস। সব শেষে দশ উইকেট হারিয়ে ৪১৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে লংকান ব্যাটাররা। আর সব মিলিয়ে টাইগারদের ৫১১ রানের বিশাল এক টার্গেট দেয় শ্রীলংকা।
জবাবে ব্যাট করতে নেমে শুধু হতাশা আর হতাশা দিয়েই গেলো বাংলাদেশ। লংকানদের বিপক্ষে ব্যাট করতে নেমে লংকানদের বোলিং ত্রপে যেনো দাঁড়াতেই পারলো না বাংলাদেশি ব্যাটাররা। শুরুতেই দলীয় শূন্য রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। প্রথমে ৪ বলে শূন্য রান করে আউট হন মাহমুদুল হাসান জয়। এরপর দলীয় ৯ রানে দ্বিতীয় নম্বর উইকেট হারায় বাংলাদেশ। মমিনুল হক বেটিত কেউই ব্যাট হাতে তেমন কোন রান করতে পারে নি। টেস্ট ক্রিকেটেও শূন্য রানে আউট হয়ে জয় ম্যাক্সিমাম খেলোয়াড়। ১৪৮ বলে ৮৩ রান করে শেষ পর্যন্ত মাঠে অপরাজিত ছিলেন মমিনুল হক।আর ৫০ বলে ৩৩ রান করেন মেহেদী হাসান মিরাজ। আর সব শেষে ১৮২ রানেই সব উইকেট হারিয়ে লংকানদের কাছে ৩২৮ রানের বিশাল ব্যবধানে পরাজিত বাংলাদেশ।
Your level lowered and you are now a Red Fish!
Check out our last posts: