লাহোর কালারদার্স || Champions Of PSL 🥇

avatar
(Edited)

পাকিস্তান প্রিমিয়ার লীগ (পিএসএল) বহুল জনপ্রিয় ফ্রেঞ্চাইজভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট। বিশ্বের অন্যান্য ক্রিকেট লীগগুলোর মতো এখানেও দারুন উত্তেজনামূলক ম্যাচ উপভোগের সুযোগ হয় ক্রিকেটপ্রেমীদের। আইপিএল, বিগ বেশ, বিপিএলের মতো বৈশ্বিক লীগগুলোর সাথে সমান পাল্লা দিয়েই এগিয়ে যাচ্ছে এই টুর্নামেন্টটিও। ক্রিকেট ভক্তদের পছন্দের তালিকায় উপরের দিকেই থাকে পাকিস্তানের এই ক্রিকেট টুর্নামেন্টটি।

পাকিস্তান প্রিমিয়ার লিগের যাত্রাটা শুরু হয়েছিল ২০১৬ সালে। টুর্নামেন্টটি পাকিস্তানের হলেও সে দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে আরব-আমিরাতের মাটিতে উদ্বোধন হয়েছিল। পাচটি দলের উপস্থিতিতে দারুন প্রতিদ্বন্দ্বিতার পর ইসলামাবাদ ইউনাইটেড শিরোপা জয় করে নিয়েছিলো।

তারপর থেকে প্রতি বছরই অনুষ্ঠিত হয়ে আসছে এই টুর্নামেন্টটি। ২০১৭ সালে শিরোপা ঘরে তুলে নেয় পেশোয়ার জালমী। ২০১৮ তে ইসলামাবাদ, ২০১৯ সালে কোয়াটা গ্লেডিয়েটর্স, ২০২০ এ করাচি কিংস, ২০২১ সালে মুলতান সুলতান এবং সর্বশেষ দুই আসরে শিরোপা জয় করে নেয় প্রথম পাচ সিজনে ফ্লপ করা দল লাহোর কালাদার্স।

এই লাহোর কালানদার্স ই একমাত্র দল যারা কিনা পরপর দুইবার শিরোপা ঘরে তুলে নিলো। তাদের এই জয়ের রাস্তাটা মোটেও সহজ ছিলোনা। প্রথম পাচ আসরে টেবিলের তলানির দলটির এমন পারফম্যান্সের পিছনে রয়েছে অনেক গল্প। লাহোর কালাদার্সের প্রতিষ্ঠাতা তার নিজে হাতেই গড়ে তুলে এই দলটি। দল নির্বাচনে তিনি এবং তার ম্যানেজমেন্ট সবসময়ই তরুন খেলোয়ারদের প্রাধান্য দিয়েছেন। যারা কিনা কিছু সময় পরে হলেও কাক্ষিত সাফল্য এনে দিয়েছে।

২০২২ সালে লাহোর মুলতান সুলতানকে ৪২ রানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জয় করে নিয়েছিলো। সাবেক চ্যাম্পিয়ন এবং দূর্দান্ত ফর্মে থাকা মুলতানকে হারিয়ে শিরোপা জয় করা মোটেও সহজ ছিলোনা। তবে ইয়ং সেনশেসন শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রইফ এবং ফকর জামানের অসাধারন পারফম্যান্সের ফলে শিরোপার স্বাদ পেয়েছিলো তারা।

সদ্য সমাপ্ত আসরের চ্যাম্পিয়ন দলটিও তারা। এবারের শিরোপা জয়ের পথটা আরো বেশি কঠিন ছিলো লাহোর কালানদার্সের। তবে দলগত পারফরম্যান্সে এক রানের ব্যবধানে চ্যাম্পিয়নের মুকুটটি তাদের হাতেই উঠেছে!


FB_IMG_1679757206757.jpg
Lahore Qualanders



0
0
0.000
0 comments