ব্রাজিলের নবম কোপা আমেরিকা জয়! ⚽ 🏆🏅||8TH July 2019||

avatar
(Edited)


image.png
UNSPLASH

আজকের এই দিনে ২০১৯ সালে কোপা আমেরিকা জয় করেছিলো ব্রাজিল। তিন বছর আগে ২০১৯ সালের ৮ জুলাই ব্রাজিল জাতীয় পুরুষ দল গড়ে এই কীর্তি। সেই দিনটাকে আজ স্মরন করায় ব্যস্ত ব্রাজিল সমর্থকেরা। আর স্মরন করবেই না কেন? এই জয় তো আর কোন অংশে কম নয়। আজকের এই দিনে পেরুকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে নবম বারের মতো শিরোপা অর্জন করে সেলেসাও বাহিনী।

দক্ষিন আমেরিকার এই জমজমাট আসরটি শুরু হয়েছিলো ১৯১৬ সালে। দক্ষিন আমেরিকার দেশগুলোতে নিয়ে এই আয়োজন। প্রতি দু-বছর পরপর যা মাঠে গড়িয়ে থাকে। ২০১৯ সালে এই কোপা আমেরিকা অনুষ্ঠিত হয় ব্রাজিলে। সেই সুবাদে ব্রাজিল ছিলো স্বাগতিক দেশ। এই টুর্নামেন্টের শুরু থেকেই ব্রাজিলকে অন্যতম ফেভারিট দল হিসেবে ভাবা হচ্ছিল। তাই ব্রাজিল দলকে নিয়ে শিরোপা জয়ের আশা তো করাই যেতে পারে! ব্রাজিল জাতীয় দলও ভক্তদের হতাশ করেনি।

সেই টুর্ণামেন্টে ব্রাজিল দলটি ছিল সবদিক থেকে পরিপূর্ণ। গোলকিপিং থেকে শুরু করে ডিফেন্স মিড এবং অ্যাটাকিং কোন দিকেই তাদের কমতি ছিল না। তবে সেই টুর্নামেন্টে স্কোয়াডের বাইরে ছিল ব্রাজিলের প্রানভোমরা নেইমার জুনিয়র। ইনজুরির কারণে সেবার সে মাঠের বাইরে ছিলো। তবে ব্রাজিল দল যে তারকায় ভরপুর। এলিসন, জেসুস, ফিরমিনো, দানি আলভেস, থিয়াগু সিলভা, মারকিনহোস সবাই বিশ্বের বড় বড় ক্লাবের বরো তারকা।

২০১৯ কোপা আমেরিকার গ্রুপ পর্বে ব্রাজিলের প্রতিপক্ষ বলিভিয়া, ভেনেজুয়েলা আর পেরু। আসরের উদ্বোধনী ম্যাচে ব্রাজিল মুখোমুখি হয় বলিভিয়ার বিপক্ষে। সেই ম্যাচে ব্রাজিলিয়ান জাদুর কৌটা নামে পরিচিত কৌতিনহোর অসাধারণ পারফরম্যান্স ৩-০ গোলের জয় দিয়ে ভালো শুরু করে স্বাগতিক ব্রাজিল। পরের ম্যাচে তারা মুখোমুখি ভেনেজুয়েলার। সেই ম্যাচে ব্রাজিল তাদের কাক্ষিত জয় তুলে নিতে পারেনি। গোলশূন্য ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিল মুখোমুখি হয় পেরুর বিপক্ষে। সেই ম্যাচে বিশাল ব্যবধানে জয়লাভ করে গ্রুপ পর্বের চ্যাম্পিয়ন হয় ব্রাজিলিয়ানরা। এই ম্যাচে ৫-০ গোলের ব্যবধানে জয় ব্রাজিলের, যেখানে পাচটি গোল করেন ভিন্ন পাচজন। কোয়াটারে ব্রাজিল এবার মুখোমুখি প্যারাগুয়ের বিপক্ষে। গোলকিপার এলিসন বেকারের অসাধারণ পারফরম্যান্স এ ট্রাইবেকারে প্যারাগুয়েকে হারায় ব্রাজিল।

ব্রাজিল সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হয় সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে। কেননা এই আসরে আর্জেন্টিনাও ছিলো শিরোপা অন্যতম দাবিদার। তবে সেমিফাইনালে হাসিটা স্বাগতিক ব্রাজিলেরই হয়।আর্জেন্টিনার বিপক্ষে তাদের জয় ২-০ গোলের ব্যবধানে। এই জয়ে শিরোপা দৌড়ে অনেকটা এগিয়ে যায় তারা।

ফাইনালে পেরুর সাথে হেসেখেলে জয় পায় স্বাগতিক ব্রাজিল। ফলে নবম বারের মতো কোপা আমেরিকা শিরোপা জয়লাভ করে সেলেসাওরা। আজকের এই দিনে এই অসাধারণ কীর্তি গড়ে তিতের শিষ্যরা। এই জয় আনন্দে মেতে উঠছিলো পুরো পৃথিবীর ব্রাজিল সমর্থকরা।



0
0
0.000
1 comments