ঘটন অঘটনের বিশ্বকাপ!

avatar

 "FB_IMG_1670779065532.jpg" FIFA WORLD CUP

দেখতে দেখতে কাতার বিশ্বকাপ আজ শেষের পথে। আর মাত্র চারটি ম্যাচে পরেই পর্দা নামতে চলেছে এই বৈশ্বিক মেঘা আসরের। ৩২ দল নিয়ে পথচলা শুরু হয়েছিলো কাতার বিশ্বকাপের, যার মধ্যে ২৮ টি দল ইতিমধ্যেই বিদায় নিয়েছে ফুটবলের সর্বোচ্চ এই টুর্নামেন্ট থেকে। সর্বশেষ চার দল হিসেবে এখনো শিরোপার লড়াইয়ে টিকে আছে আর্জেন্টিনা, ফ্রান্স, ক্রোয়েশিয়া এবং এই আসরের সবচাইতে বড় চমক আফ্রিকান দেশ মরক্কো।

এবারের বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে শুরু করে রাউন্ড অফ সিক্সটিন এবং কোয়ার্টার ফাইনালে বেশ কয়েকটি নাটকীয় ম্যাচের সাক্ষী হয়েছে ফুটবল প্রেমীরা । কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচগুলোতে যা ঘটেছে অন্য কোন বিশ্বকাপের গ্রুপ পরে ম্যাচগুলোতে হয়তো এমনটা ঘটেনি। যেখানে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েছে জার্মানি, বেলজিয়াম, উরুগুয়ের মতো নামি-দামি দলগুলো।

এবার রাউন্ড অফ সিক্সটিনের বড় চমক মরক্কোর বিপক্ষে স্পেনের হার। কেউ কি ভেবেছিলো মরক্কোর বিপক্ষে স্পেন হেরে বিদায় নিবে রাউন্ড অফ সিক্সটিন থেকে ? যেখানে প্রথম ম্যাচে ৭-১ গোলের জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে স্পেন। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচেই জাপানের বিপক্ষে হেরে বসেছিলো তারা। জাপান এবং মরক্কো দুই দলের বিপক্ষেই ম্যাচ ডমিনেন্ট করে খেলেও ফিনিশিংয়ের অভাবে হার দিয়েই বিশ্বকাপ মিশন শেষ হয় স্পেনের।

রাউন্ড অফ সিক্সটিনের পর কোয়ার্টার ফাইনালেও ঘটে অঘটন। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল হেরে বসে আফ্রিকান দেশ মরক্কোর বিপক্ষে। এই জয়ের ফলে প্রথম কোন আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপের সেমিনারের জায়গা করে নেয় মরক্কো। আশরাফ হাকিমী এবং হাকিম জিয়াচের দল মরক্কো পুরো সিজন জুরেই ছিলো অসাধারন। একটি আত্মঘাতী গোল ছাড়া পুরু সিজনে তারা একটি গোলক কনসিড করেনি। মরক্কো এই বিশ্বকাপে ক্রোয়েশিয়া, বেলজিয়াম, স্পেন এবং পর্তুগালের মতো দলের সাথে খেলেও অপরাজিত রয়েছে, যা সত্যিই অবিশ্বাস্য ও অসাধারণ!

তবে এই হারেই হয়তো শেষ হয়ে গেলো ক্রিশ্চিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ার। বিদায়বেলা ভেজাচোখে মাঠ ছাড়তে হয়েছে তাকে, যা মোটের ভক্ত সমর্থকদের কাম্য নয়।

অপরদিকে কোয়ার্টার ফাইনালের আরেক ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে বিদায় নিয়েছে বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল ব্রাজিল। হট ফেভারিটের তকমা নিয়ে বিশ্বকাপ শুরু করা ব্রাজিলকে যে ক্রোয়েশিয়ার বিপক্ষেই থামতে হবে তা ভাবতেও পারেনি ভক্ত সমর্থকেরা। অতিরিক্ত সময়ে নেইমারের অসাধারন গোলের পরেও ট্রাইব্রেকারে হারতে হয়েছে তাদের। ক্রোয়েশিয়ার গোলকিপার একাই আটকে দেয় ব্রাজিলকে। ফলে অশ্রুশিক্ত চোখে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

২৮ দলের বিদায়ের পর সেমির লড়াইয়ে টিকে আছে আর্জেন্টিনা, ফ্রান্স, ক্রোয়েশিয়া এবং এই আসরের সবচাইতে বড় চমক আফ্রিকান দেশ মরক্কো। সেমিতে আর্জেন্টিনার মুখোমুখি হবে ক্রোয়েশিয়া এবং ফ্রান্সের মুখোমুখি হবে মরক্কো। এই দুই ম্যাচে জয়ী ২ দল মুখোমুখি হবে বিশ্বকাপের মেঘা ফাইনালে। আশা করি বিশ্বকাপের ট্রফিটা আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির হাতেই উঠবে। মেসিই যার যোগ্য দাবিদার!



0
0
0.000
1 comments