আর্জেন্টিনা বনাম ফ্রান্স || কে হবে কাতার বিশ্বকাপ চ্যাম্পিয়ন ?
মেঘা ফাইনালের মাধ্যমে আজ শেষ হতে চলছে আরেকটি বিশ্বকাপ আসরের। দীর্ঘ একমাস ধরে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে নানা ঘটন-অঘটনের পর ফাইনালে জায়গা করে নিয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স এবং আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আজ রাত নয় ঘটিকায় কাতারের লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হবে দু'দল। তবে কার হাতে উঠবে শিরোপা? মেসি কি পারবে তার অধরা বিশ্বকাপটা জয় করতে? নাকি এমবাপ্পের ফ্রান্স টানা দ্বিতীয়বারের মতো শিরোপা অর্জন করবে?

FIFA WORLD CUP
প্রশ্নের উত্তরটা পাওয়া যাবে ফাইনাল ম্যাচের পরপরই।তবে এই ফাইনাল নিয়ে ভক্ত সমর্খকদের উৎসাহ উদ্দীপনার কোন কমতি নেই। দু'দলের ভক্ত সমর্থকরাই চায় তাদের প্রিয় দল শিরোপা জয় করুক। বিশেষ করে আর্জেন্টিনা দলের সমর্থনটাই সবচাইতে বেশি পরিলক্ষিত হয় এশিয়ার দেশগুলোতের। আর বাংলাদেশে তো আর্জেন্টিনা সমর্থকদের স্বর্গরাজ্য। আর্জেন্টিনার নিজ দেশের পরেই সবচাইতে বেশি সমর্থন পায় বাংলাদেশে। তাই আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালে জায়গা করে নেওয়াতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে পুরো দেশে।
দু'দলই আজ তাদের পূর্ণশক্তির দল নিয়ে মাঠে নামতে চলেছে। দু'দুলই রয়েছে দূর্দান্ত ছন্দে। আর্জেন্টিনা তাদের সেমিফাইনালের অপরিবর্তিত দল নিয়ে মাঠে নামতে পারে। তবে স্কোয়াডে ফিরতে পারে কার্ডজনিত কারনে সেমিফাইনাল মিস করা আচুনা। ফরোয়ার্ড লাইনের নেতৃত্ব দিবেন লিওনেল মেসি, সাথে দেখা যাবে দুর্দান্ত ছন্দে থাকা আলভারেজকে। এই বিশ্বকাপে মেসি এবং আলভারেজ জুটি বেশ চমক দেখিয়েছে। ফাইনালেও তাদের এই রসায়ন বজায় থাকলে জয়টা হয়তো আর্জেন্টিনাই পাবে!
অপরদিকে ইনজুরি দিয়ে জর্জরিত ফ্রান্স বেশ চমক দেখিয়েছে পুরো টুর্নামেন্ট জুরেই। গত আসরের চ্যাম্পিয়ন ফ্রান্স এই আসরে পগবা, কান্তে, বেনজেমাকে ছাড়াই ফাইনালে জায়গা করে নিয়েছে। কিলিয়ান এমবাপ্পে, গ্রিজম্যানরা এই মৌসুমে রয়েছে দারুন ফর্মে। তাদের হাতে সুযোগ এখন ব্রাজিলের পর টানা দুই বিশ্বকাপ জয় করার। ফ্রান্স কি পারবে দূর্দান্ত আর্জেন্টিনাকে থামাতে? কিলিয়ান এমবাপ্পে কি পারবে
তার দূর্দান্ত গতিতে আর্জেন্টিনার ডিফেন্সকে পরাস্ত করতে?
ইতিহাস বলে এখন পর্যন্ত বিশ্বকাপে তিনবার মুখোমুখি হয়েছিলো আর্জেন্টিনা এবং ফ্রান্স। যেখানে প্রথম দুবার জয় পেয়েছিলো কোপার চ্যাম্পিয়নরা। অপরদিকে শেষ দেখায় নক আউটে ৪-৩ গোলে জয় পেয়েছিলো ফ্রান্স। সেই ম্যাচটিতে দূর্দান্ত পারফম্যান্সে করে ম্যাচসেরা হয়েছিলো প্যারিস তারকা কিলিয়ান এমবাপ্পে।
বিশ্বকাপ ইতিহাসে এই নিয়ে ১১ বার সাউথ আমেরিকান দলের সাথে ইউরোপের কোন দল ফাইনালে মুখোমুখি হলো। যার মধ্যে শেষ দশটির মধ্যে ৭টিতে জয় পেয়েছিল ল্যাটিন আমেরিকানরা। তিনটি হারের মধ্যে দুইটির জন্যই দায়ি আর্জেন্টিনা। যারা ১৯৯০ এবং ২০১৪ বিশ্বকাপ ফাইনালে কোন ইউরোপের দলের কাছে হেরেছিলো। আর একটি ফাইনাল হেরেছিলো ব্রাজিল। সেটি ১৯৯৮ সালে ফ্রান্সের বিপক্ষে। তার উপর ফাইনালিস্ট ফ্রান্স ল্যাটিন আমেরিকান দলগুলোর সাথে শেষ দশ দেখায় কোনটিতেই হারেনি।
আজকের ফাইনালে সব হিসাব-নিকাশ আর পরিসংখ্যান নির্বিশেষে মাঠে যারা ভালো খেলবে তারাই তৃতীয়বারের মতো জয় করে নিবে বিশ্বকাপ শিরোপা। ম্যাচের সমাপ্তিতে যে দল গোলসংখ্যায় এগিয়ে থাকবে তাদের নামই লেখা হবে ইতিহাসের পাতায়। আশা করি লিওনেল মেসির আর্জেন্টিনা কাতার বিশ্বকাপকে জয় করে নিবে। শুভকামনা রউলো তাদের জন্য ♥️

FIFA WORLD CUP
Hi @fa-him, your post has been upvoted by @bdcommunity courtesy of @rem-steem!
Support us by voting as a Hive Witness and/or by delegating HIVE POWER.
JOIN US ON