সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের দুর্দান্ত জয়!

avatar

image.png
CSK

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) এর ৩৬ তম ম্যাচে গতকাল মুখোমুখি হয়েছিল দুই শিরোপা প্রত্যাশীদল চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দাবাদ। চেন্নাইয়ের ঘরের মাঠ এম.এ সিদামবারাম ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই হাই ভোল্টেজ ম্যাচটি। ঘরের মাঠে আগের ম্যাচে লাখনু সুপার জায়ান্টের বিপক্ষে হারের পর এই ম্যাচে অসাধারণভাবে কাম ব্যাক করে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। দুর্দান্ত ফর্মে থাকা সানরাইজার্স হায়দ্রাবাদকে ৭৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা!

এবারের সিজনটা দুর্দান্তভাবে শুরু করেছিলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিং। সিজন ওপেনিং ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারানোর পরে ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচটিও জয় করেছিল চেন্নাই। তবে নিজেদের মাঠে ভালো পারফরম্যান্স করলেও এওয়ে ম্যাচে কাঙ্খিত জয়ের দেখা পাচ্ছিলো না ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। প্রথম দুই ম্যাচে জয়ের পর বাকি তিন ম্যাচের দুটিতেই হারে চেন্নাই সুপার কিংস। যেখানে দুটি ম্যাচই অনুষ্ঠিত হয় প্রতিপক্ষের স্টেডিয়ামে। কিন্তু লাখনু সুপার জায়ান্টের বিপক্ষে তাদের ঘরের মাটিতে হারের পর নিজেদের মাঠেও হারের স্বাদ পায় দলটি!

অপরদিকে এবারের সিজনে সানরাইজার্স হায়দ্রাবাদ বেশ চমক দেখিয়েছে। ব্যাট হাতে একের পর এক রেকর্ড ভেঙে গড়ে নতুন রেকর্ড। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর করা এক ইনিংসের সর্বোচ্চ রানের রেকর্ডকে নিজেদের দখলে নিয়েছে দলটি। আবার নিজেদের করা রেকর্ডকেই ছাপিয়ে গড়েছে নতুন রেকর্ড। সানরাইজার্স হায়দ্রাবাদের অবিশ্বাস্য ব্যাটিং পারফরম্যান্সে অবাক হয়েছে অনেকেই। তাই চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ব্যাটিংয়ের দিক দিয়ে এগিয়ে ছিলো সানরাইজার্স হায়দ্রাবাদই!

সানরাইজার্স হায়দ্রাবাদ এবং চেন্নাই সুপার কিংসের এই ম্যাচে শুরুতে টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত নেয় সানরাইজার্স হায়দ্রাবাদের ক্যাপ্টেন অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ জয়ী প্যাট ক্যামিন্স। ক্যামিন্স স্বাগতিকদের প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়। তাদের আমত্রনে চেন্নাই সুপার কিংসের হয়ে ওপেনিংয়ে আসে ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়াড এবং আজিংকা রাহানে। তবে রাহানে এই ম্যাচে চেন্নাই হয়ে ভালো ব্যাটিং করতে ব্যর্থ হয়!

ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়াড এভং নিউজিল্যান্ড তারকা ব্যাটসম্যান মিচেলের অসাধারণ পার্টনারশিপে ভালো শুরু পায় স্বাগতিকরা। দুজনে মিলে গড়ে মহামূল্যবান ১০৭ রানের পার্টনারশিপ। টি নাটরাজানের বলে আউট হয় প্যাভিলিয়নের ফিরার আগে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করে মিচেল। এই নিউজিল্যান্ড তারকার বিদায়ের পর দুর্দান্ত ফর্মে থাকা শিভাম ডুবেকে নিয়ে চেন্নাই সুপার কিংসকে শক্ত অবস্থানে নিয়ে যায় ক্যাপ্টেন গাইকোয়াড। তবে দুর্দান্ত ব্যাটিং করলেও দুর্ভাগ্যবশত মাত্র ২ রানের জন্য ব্যক্তিগত শতরান পূর্ণ করতে ব্যর্থ হয় ঋতুরাজ গাইকোয়াড। ২১২ রানে থামে চেন্নাই সুপার কিংসের ইনিংস।

দুর্দান্ত ফর্মে থাকা সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটসম্যানদের জন্য ২১২ রান চেজ করে জয় পাওয়াটা তেমন কঠিন ছিলোনা। ইতিমধ্যেই দলটি প্রমাণ করেছে টি-টোয়েন্টি নির্ধারিত 20 ওভারে ২৮০+ রান করতেও সক্ষম তারা। তবে এই ম্যাচে দলটির ব্যাটসম্যানরা অনেকটা অবনাকাঙ্খিতভাবেই পুরোপুরি ব্যর্থ হয়েছে ভালো পারফরমেন্স করতে। যায় ফলস্বরূপ সবচেয়ে শক্তিশালী ব্যাটিং লাইনআপ নিয়েও চেন্নাইয়ের কাছে ৭৮ রানে হেরেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। চেন্নাইয়ের হয়ে অসাধারণ বোলিং পারফরমেন্স করেছে তুষার দেশপান্ডে, মহেস্থা পাথিরানা এবং মুস্তাফিজুর রহমান। এই জয়ে নয় ম্যাচে পাচ জয় নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় অবস্থানে উঠে এসেছে চেন্নাই সুপার কিংস!



0
0
0.000
0 comments