চেন্নাই সুপার কিংস বনাম লাখনু সুপার জায়ান্টস্ || ৩৯ তম আইপিএল ম্যাচের লড়াই !
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে দুদিন আগেই মুখোমুখি হয়েছিলো দুই শিরোপা প্রত্যাশী দল চেন্নাই সুপার কিংস এবং লাখনু সুপার জায়ান্টস্। পয়েন্ট টেবিলের চতুর্থ এবং পঞ্চম অবস্থানে অবস্থিত এই দুইটি দলের ম্যাচকে ঘিরে চলছিলো বেশ আলোচনা সমালোচনা। কেননা প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে হারিয়ে জয় পেয়েছিলো লাখনু সুপার জায়ান্টস্। তাই এই ম্যাচটি ছিল ধোনিদের প্রত্যাবর্তনের ম্যাচ। কিন্তু এই ম্যাচেও ইয়োলো আর্মিরা ব্যর্থ প্রথম ম্যাচের হারের প্রতিশোধ নিতে!
লাখনো সুপার জায়ান্টস্ এবং চেন্নাই সুপার কিংসের মধ্যাকার প্রথম ম্যাচটায় অনুষ্ঠিত হয়েছিলো লাখনোর ঘরের মাটিতে। সেই ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের খুব সহজেই হারিয়েছিলো কেএল রাহুলের নেতৃত্বাধীন লাখনু সুপার জায়ান্টস্। এই ম্যাচটিতে চেন্নাই সুপার কিংস প্রথমে ব্যাটিং করে ১৭৬ রান করতে সক্ষম হয়েছিলো। চেন্নাইয়ের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ রান সংগ্রহ করেছিল রবীন্দ্র জাদেজা। কিন্তু জয়ের জন্য এই রান যথেষ্ট ছিলোনা চেন্নাইয়ের। ক্যাপ্টেন কেল রাহুল এবং কুইন্টন ডি ককের অসাধারণ ব্যাটিং পারফরমেন্সে আট উইকেটে জয় পেয়েছিলো দলটি।
প্রথম ম্যাচের পর সিজনের দ্বিতীয় ম্যাচে দুদিন আগেই চেন্নাইয়ের ঘরের মাঠ চাপাক স্টেডিয়ামে মুখোমুখি হয় দু'দল। চেন্নাই প্রথম ম্যাচে হারলেও এই ম্যাচে নিঃসন্দেহে এগিয়ে ছিলো । চেন্নাই এবারে সিজনের ঘরের মাটিতে দুর্দান্ত পারফরম্যান্স করে আসছে। নিজেদের মাটিতে তিন ম্যাচে তিনটিতেই জয় পেয়েছিলো দলটি। তাই এই ম্যাচেও আত্মবিশ্বাসী ছিলো ধোনির দল। কিন্তু শেষ পর্যন্ত বোলিং ব্যর্থতায় হারতে হয়েছে চেন্নাইকে।
চেন্নাইয়ের এম এ সিদামবারাম ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শুরুতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় লাখনু সুপার জায়ান্টস্ এর ক্যাপ্টেন কেএল রাহুল। তারা শুরুতে স্বাগতিকদের ব্যাটিংয়ে আমত্রন জানায়। ফলে চেন্নাইয়ের হয়ে ওপেনিংয়ে আসে ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়াড এবং রাহানে। এই ম্যাচে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ হয় রাহানে। কিন্তু ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স করে চেন্নাই ক্যাপ্টেন।
ঋতুরাজ গাইকোয়াড চার ছক্কার ফুলঝুরিতে তুলে নেয় ব্যক্তিগত শতক । চেন্নাইয়ের ক্যাপ্টেনের পাশাপাশি ব্যাট হাতে তান্ডব চালায় শিভাম ডুবে। গাইকোয়াডের ১০০ এবং ডুবের ২৭ বলে ৬৬ রানে ভর করে ২১০ রানের সংগ্রহ পায় স্বাগতিক চেন্নাই সুপার কিংস। এমন ব্যাটিংয়ের পর অনেকেই ভেবেছিলো সহজেই জয় পাবে দলটি। কিন্তু চেন্নাইয়ের ভক্তদেরকে চমকে দিয়ে দলকে জয় এনে দেয় লাখনোর অস্ট্রেলিয়ান তারকা মার্কাস স্টোইনাস।
২১১ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে সফরকারীরা শুরুতেই তাদের দুই ওপেনারকে হারায়। ফলে চাপে পরে যায় লাখনু সুপার জায়ান্টস্। সেই চাপ সামাল দিয়ে দলকে জয়ের স্বপ্ন দেখায় স্টোইনাস এবং নিকোলাস পুরান। মোস্তাফিজের শেষ ওভারে ১৭ রান সংগ্রহ করে দলকে জিতিয়েই মাঠ ছাড়ে স্টোইনাস। পাশাপাশি ব্যক্তিগত শতরান পূর্ণ করে সে। এই জয়ে চেন্নাইকে পিছনে ফেলে পয়েন্ট টেবিলের চতুর্থ অবস্থানে উঠে এসেছে দলটি!
LSG