সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে ফাইনালে কলকাতা 💥💥
সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে প্রথম দল হিসেবে আইপিএলের মেঘা ফাইনালে জায়গা করে নিল কলকাতা নাইট রাইডার্স। ২০১৪ সালের পর আবারো কলকাতা নাইটের সামনে সুযোগ আসলো তৃতীয়বারের মতো আইপিএল এর শ্রেষ্ঠত্ব অর্জন করার। কোয়ালিফায়ারে পুরো টুর্নামেন্ট জুরে দুর্দান্ত পারফরম্যান্স করা সানরাইজার্স হায়দ্রাবাদকে অনেকটা সহজেই হারিয়েছে দলটি। মিচেল স্টার্ক, শুরেষ আইয়ার এবং ভেনকাটিস আইয়ারের অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে সানরাইজার্স হায়দ্রাবাদকে আট উইকেটের ব্যবধানে হারিয়েছে শাহরুখ খানের কলকাতা!
কোয়ালিফায়ার ওয়ানের হাইভোল্টেজ ম্যাচে গতকাল টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। মূলত এবারের আইপিএল টুর্নামেন্টে প্রথমে ব্যাট করেই দলটি বেশিরভাগ ম্যাচে জয় পেয়েছে। পাশাপাশি প্রথমে ব্যাটিং করে দলটি গড়েছে বিশাল রানের রেকর্ড। তাই এই ম্যাচেও শুরুতে ব্যাটিং করে কলকাতার সামনে ভালো টার্গেট দাঁড় করানোই ছিল সানরাইজার্স হায়দ্রাবাদের পরিকল্পনা। কিন্তু এই ম্যাচে হায়দ্রাবাদ তাদের পরিকল্পনাকে কাজে লাগাতে পুরোপুরি ভাবে ব্যর্থ হয়!
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্তে হায়দ্রাবাদের হয়ে শুরুতে ওপেনিং আসে পুরো টুর্নামেন্ট অসাধারণ-অবিশ্বাস্য পারফরম্যান্স করা দুই ওপেনার অস্ট্রেলিয়ান ট্রেভিস হেড এবং ভারতের লোকাল প্লেয়ার অভিষেক শার্মা। হায়দ্রাবাদকে বেশিরভাগ ম্যাচেই ভালো শুরু এনে দেওয়া এই দুই ওপেনার এদিন ব্যাট হাতে পুরোপুরি ভাবে ব্যর্থ হয়। ম্যাচের প্রথম ওভারের দ্বিতীয় বলেই মিচেল স্টার্কের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরে ট্রেবিভ হেড। তার বিদায়ের কিছুক্ষণ পরেই নিজের উইকেট বিলিয়ে দেয় অভিষেক শার্মা। ফর্মে থাকা দুই ওপেনার কে হারিয়ে ম্যাচের শুরুতেই চাপে পড়ে যায় সানরাইজার্স হায়দ্রাবাদ।
দুই ওপেনারের বিদায়ের পর ম্যাচের হাল ধরতে চেষ্টা করে দুই ভারতীয় ব্যাটসম্যান রাহুল ত্রিপাদী এবং নিতিশ রেড্ডি। কিন্তু এক ওভারেই পরপর ২ উইকেট তুলে নিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটিং অর্ডারে বিপর্যয় ঘটায় কলকাতা নাইট রাইডার্স এর ২৫ কোটির বোলার স্টার্ক। পরবর্তীতে হ্যানরি ক্লাসেন এবং রাহুল দলের হয়ে মহামূল্যবান কিছু রান যুক্ত করলেও তা যথেষ্ট ছিল না জয়ের জন্য। এই দুই ব্যাটসম্যানের বিদায়ের পর এক প্যাট কামিন্স ছাড়া আর কেই ভালো করতে পারেনি। ফলে ১৫৯ রানেই থামে সানরাইজার্স হায়দ্রাবাদের ইনিংস।
হায়দ্রাবাদের দেওয়া ১৬০ রানের জবাবে ইনিংসের শুরুটা দুর্দান্ত করে দুই ওপেনার সুনীল নারিন এবং রহমানউল্লাহ গুরবাজ। ৪৪ এবং ৬৭ রানে দুইটি উইকেটের পতন হলেও তা কলকাতা নাইট রাইডার্সকে দমিয়ে রাখতে পারেনি। দুই আইয়ারের অসাধারণ ব্যাটিং পারফরমেন্সে ১৪ তম ওভারেই ম্যাচে জয় পায় কলকাতা। ফলে শক্তিশালী সানরাইজ হায়দ্রাবাদকে আট উইকেট এর ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে আইপিএলের ফাইনাল নিশ্চিত করে কলকাতা নাইট রাইডার্স।
প্রথম ম্যাচে কলকাতার বিপক্ষে হেরে যাওয়া সানরাইজার্স হায়দ্রাবাদের সুযোগ থাকছে আবারো কামব্যাক করার। রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু এবং রাজস্থান রয়েলসের মধ্যাকার জয়ি দলের বিপক্ষে আবারো মুখোমুখি হবে দলটি। সেখান জয় পেলেই ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করবে দলটি। তবে দলটির সামনে দ্বিতীয়বার ভুল করার মত আর সু্যোগ থাকছে না। সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের পারফরম্যান্সটা ধরে রাখতে পারলে হয়তো আবারো কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যাকার ফাইনাল দেখবে ক্রিকেট বিশ্ব!
KKR