ফুটবল ট্রান্সফার উইন্ডো ২০২৩⚽⚽
ক্লাব ফুটবলে চলছে দলবদলের হিরিক ৷ এবারে ট্রান্সফার উইন্ডোতে বেশ কিছু প্লেয়ার পুরনো গন্তব্য ছেড়ে যোগ দিয়েছে নতুন গন্তব্যে। নামি দামি প্লেয়ারদের ক্লাব বদল নিয়ে ফুটবলপাড়ায় চলছে আলোচনা সমালোচনা। প্রতি মৌসুম শেষেই প্লেয়ারদের দল বদলের এমন গল্প শোনা যায়৷ মিলিয়ন মিলিয়ন ইউরোর বিনিময়ে ক্লাবগুলো নিজেদের পছন্দের প্লেয়ার কে দলে যুক্ত করে এই ট্রান্সফার উইন্ডোতে। তাই এই ট্রান্সফার উইন্ডো সময়টাতে ফুটবল ভক্তদের নজর থাকে প্লেয়ারদের উপর। নিজের পছন্দর প্লেয়ার কোন দলে গেলো তা নিয়ে যেনো হাজারো চিন্তা!
এবারের ট্রান্সফর উইন্ডোতে নামি দামি প্লেয়ারদের মধ্যে সবার প্রথম দল ছেড়েছে আর্জেন্টাইন তারকা লিওলেন মেসি। পিএসজির সাথে চুক্তি শেষ হওয়ার পর সেই চুক্তি আর নবায়ন করেনি এই মেঘাস্টার। মেসিকে দলে নিতে আগ্রহ ছিলো বেশ কয়েকটি ক্লাবের। টাকার বিবেচনায় সবচাইতে বড় প্রস্তাব ছিল সৌদি আরবের ক্লাব থেকে। ইউরোপের ক্লাবগুলোর ও আগ্রহের কমতি ছিল না মেসিকে ঘিরে। তবে লিওলেন মেসি ইউরোপকে ছাপিয়ে বেছে নিয়েছে আমেরিকার ক্লাব ইন্টার মিয়ামিকে। যথাযথ সুযোগসুবিধা এবং মোটা অংকের বেতনে মেসিকে দলে বেরিয়েছে আমেরিকার ক্লাবটি। তবে মেসি ফ্রি এজেন্ট হওয়াতে ট্রান্সফারের জন্য কোন টাকা খরচ করতে হয়নি ক্লাবটির।
এবারের ট্রান্সফার উইন্ডোতে আলোচিত আরেকটি দলের নাম আর্সেনাল। সর্বশেষ মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করার দল ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপার অনেক কাছে গিয়েও জয় করতে পারেনি। তাই নিজেদের শক্তিমতা বাড়াতে বেশ কয়েকজন প্লেয়ারকে দলে যুক্ত করেছে দলটির কোচ আর্তেতা। তাদের মধ্যে সবচাইতে বেশি দাম দিয়ে তারা দলে যুক্ত করেছে দেকলান রাইস এবং কাই হাভার্টেজ কে৷ ১০৫ মিলিয়ন ইউরো এর বিনিময়ে ডেকলান রাইস কে ওয়েস্ট হাম থেকে কিনেছে আর্সেনাল। অপরদিকে ৬৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে চেলসি থেকে জার্মান তারকা কাই
হাভার্টেজকে দলে যুক্ত করেছে আর্সেনাল। ফলে তাদের দলের শক্তিমত্তা আগের চাইতেও এখন অনেক ভালো। ইতিমধ্যেই দলটি ম্যানচেস্টার সিটিকে হারিয়ে জয় করেছে এফে কমিউনিটি সিল্ড শিরোপা।
এবারের ট্রান্সফর উইন্ডোতে বেশ কিছু নামিদামি প্লেয়ার ইউরোপ ছেড়ে পাড়ি দিয়েছে সৌদি লীগের দলগুলোতে। তাদের মধ্যে করিম এনজেমা, রবার্তো ফিরমিনো, সাদিও মানে, কোন্তে, রিয়াদ মেহরাজ অন্যতম। করিম বেনজেমা রিয়াল মাদ্রিদ ছেড়ে যোগ দিয়েছে সৌদি ক্লাব আল ইত্তিহাদে৷ সেনেগাল সুপারস্টার সাদিয়া মানে বায়ার্ন মিউনিখ ছেড়ে যোগ দিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসের এ। রবার্তো ফিরমিনো এবং রিয়াদ মেহরাজ যোগ দিয়েছে সৌদি ক্লাব আল আহলি তে। পুরো বিশ্বের ফুটবল তারকাদের আগ্রহের তুঙ্গে এখন সৌদি আরব। কেননা প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সাথে বিপুল অংকের বেতন অফার করছে সৌদি আরবের দলগুলো।
এবারে ট্রান্সফার উইন্ডোতে আরেকটি বড় চমক হেরি কেনের বায়ার্ন মিউনিকে যোগদান। সম্প্রতি ইংল্যান্ডের ক্যাপ্টেন টোটেনহাম ছেড়ে ১০০+ মিলিয়ন ইউরোর বিনিময়ে যোগ দিয়েছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিকে। জার্মানি ক্লাবটি দীর্ঘদিন ধরেই এই প্লেয়ার কে দলে যুক্ত করার চেষ্টা করে আসছিল। এবার সেই সুযোগ আর হাতছাড়া করেনি জার্মানির চ্যাম্পিয়নরা। রবার্ট লেভেনডস্কির বিদায়ের পর একজন পিওর গোলস্কোরারের অভাব ছিলো দলটিতে। এবার হেরি কেইন সেই অভাব পূরন করবে বলে আশা করা যাচ্ছে।
Transfermarkt
মেসি, কেইনদের পর এবার শোনা যাচ্ছে নেইমার এমবাপ্পের ক্লাব পরিবর্তনের গুঞ্জন। কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে সর্বশেষ মৌসুমে অনেক নাটকীয়তার সাক্ষী হয়েছিলো ভক্ত সমর্থকেরা। রিয়াল মাদ্রিদ তাদের সর্বোচ্চ চেষ্টা করেও সেবার তাকে দলে ভেরাতে পারেনি। এবার কিন পারবে? নাকি ২০২৪ সালে ফ্রি এজেন্ট হিসেবে রিয়াল মাদ্রিদের যোগ দিবে ফরাসিয়ান এই তারকা? অপরদিকে ব্রাজিল তারকা নেইমার জুনিয়র ইতিমধ্যেই পিএসজিকে জানিয়ে দিয়েছে সে দল ছাড়তে চায়। তবে কোথায় হতে চলছে নেইমারের নতুন গন্তব্য?
Transfermarkt
আপনার পোস্টটি পড়ে বুঝলাম,আপনিও আমার মতো ফুটবল ভক্ত
ফুটবল উত্তেজনাই অন্যরকম !