আর্জেন্টিনার বিশ্বকাপ !

avatar
(Edited)


FB_IMG_1670940230330.jpg
FIFA WORLD CUP

আর মাত্র চারটি ম্যাচ দিয়েই পর্দা নামতে চলেছে বৈশ্বিক মেঘা আসর ফুটবল বিশ্বকাপের। ৩২ দল নিয়ে পথচলা শুরু হওয়া বিশ্বকাপে এখন টিকে আছে মাত্র চারটি দল। আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া, ফ্রান্স এবং মরক্কোই শিরোপার লড়াইয়ে টিকে থাকা শেষ চার দল। সেমিফাইনালে আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া এবং ফ্রান্স বনাম মরক্কোর মধ্যে জয়ি দুই দল পৌঁছে যাবে কাতার বিশ্বকাপের মেঘা ফাইনালে। তবে কোন দুটি দল জায়গা করে নিবে কাতার বিশ্বকাপ ২০২২ এর মহামূল্যাবান শেষ ম্যাচটিতে? কার হাতে উঠবে শিরোপা?

প্রশ্নের উত্তরগুলো মিলবে ফাইনাল ম্যাচের পরেই। এই বিশ্বকাপে কোন কিছু প্রেডিক্ট করা বরই কঠিন হয়ে দাড়িয়েছে। কেননা বিশ্বকাপে অংশগ্রহণ করা 32 টি দলই তাদের যোগ্যতার প্রমান দিয়েছে। ঘটেছে অনেক ঘটন অঘটনও। এই যেমন আফ্রিকান দেশ হিসেবে ইতিহাসে প্রথমবার মরক্কোর সেমিতে জায়গা করে নেওয়া। জার্মানি বেলজিয়ামের মতো শক্তিশালী দলগুলোর গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া। সৌদি আরবের কাছে আর্জেন্টিনার হার। তিউনিসিয়ার কাছে ফ্রান্সের হার ইত্যাদি, ইত্যাদি।

তবে সবচাইতে বরো ব্যাপার হলো প্রথম ম্যাচে বাজে ভাবে হেরে যাওয়ার পরেও দারুনভাবে ঘুরে দাঁড়িয়েছে টিম আর্জেন্টিনা। হারের পর শঙ্কা তৈরি হয়েছিল জার্মান আর বেলজিয়ামের মতো গ্রুপ পর্ব থেকেই বাদ পরে যাওয়ার। তবে যেই দলে মেসির মতো লিজেন্ড খেলোয়াড় রয়েছে তারা কি এতো সহজেই হার মেনে নিবে? কখনোই না!

প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলে জয় পায় আর্জেন্টিনা। পরবর্তী ম্যাচেও পোল্যান্ডের বিপক্ষে ও জয় পেয়ে গ্রুপ পর্বের চ্যাম্পিয়ন হিসেবেই রাউন্ড অফ সিক্সটিনে জায়গা করে নিয়েছিল মেসির আর্জেন্টিনা। গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে রাউন্ড অফ সিক্সটিনে তারা মুখোমুখি হয় এশিয়ার দল অস্ট্রেলিয়ার বিপক্ষে। সেই ম্যাচটিতেও মেসি ডিমারিয়ারা জয় নিয়েই মাঠ ছাড়ে।

কোয়ার্টার ফাইনালে এবার তাদের বাধা হয়ে দাঁড়ায় নেদারল্যান্ডস। দারুন ফর্মে থাকা নেদারল্যান্ডের বিপক্ষে জয় তুলে নেওয়া মোটেও সহজ ছিলোনা। দু-দলেরই সুযোগ ছিলো জয় নিয়ে সেমিতে জায়গা করে নেওয়ার। তবে শেষ হাসিটা হেসেছে মেসির আর্জেন্টিনাই। আর্জেন্টিনা প্রথমে দুই গোল পেলেও ম্যাচের শেষদিকে দুই গোলে কনসিড করলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ও কোন গোল না হলে পেনাল্টি শুট-আউটের মাধ্যমে ম্যাচের ফলাফল নির্ধারিত হয়। যেখানে গোলকিপার এলিমিনো মার্টিনেজের দুর্দান্ত পারফরমেন্সে জয় পায় আর্জেন্টিনা।

এবার শিরোপা জয়ে তাদের বাধা ক্রোয়েশিয়ানরা। বাংলাদেশ সময় আজ রাত এক ঘটিকায় মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং ক্রোয়েশিয়া। মেসিরা কি পারবে ক্রোয়েশিয়া বাধা অতিক্রম করে ফাইনালে জায়গা করে নিতে? পারবে কি হট ফেভারিট ব্রাজিলকে বিদায় করে দেওয়া দলটিকে রুখে দিতে? হয়তো পারবে! তাদেরকে পারতেই হবে!

সাধারন ভক্ত সমর্থকেদেরও আশা ম্যাচটিকে জয় করে নিবে মেসি বাহীনি। মেসি জয় করে নিবে তার অপ্রাপ্তি বিশ্বকাপ শিরোপাটাকে, যা তার ক্যারিয়ারের পূর্নতা দিবে!!! শুভকামনা 💗💝



0
0
0.000
1 comments