মুম্বাই ইন্ডিয়ানসের প্রত্যাবর্তন!
MI
মুম্বাই ইন্ডিয়ান্স! আইপিএলের অন্যতম ঐতিহ্যবাহী একটি দলের নাম। পৃথিবীর অন্যতম ধনী মুকেশ আম্বানির দল মুম্বাই ইন্ডিয়ানসের আইপিএলের শিরোপা সংখ্যা চারটি। রহিত শার্মার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ানস আইপিএলের এক ধারাবাহিক দল! প্রতি মৌসুমেই নামিদামি সব খেলোয়ার দিয়ে দল সাজায় তারা।
এবারের মৌসুমেও শক্তিশালী দল গঠন করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। দেশীয় ক্যাপ্টেন রোহিত শার্মার সাথে দলটিতে লোকাল প্লেয়ার হিসেবে আছে সূর্যকুমার যাদব, ইশান কিশান, তিলক বার্মার মতো নামিদামি প্লেয়ার। বিদেশী রিক্রুট হিসেবে তারা দলে নিয়েছে টিম ডেভিড, জোফরা আর্চার, ক্যামেরুন গ্রিন আর দক্ষিন আফ্রিকান ইয়ংস্টার ব্রভিসের মতো ওয়ার্লক্লাস প্লেয়ার। বিগত মৌসুমগুলোতেও তাদের দল ছিলো তারকায় ভরপুর।
শুরু থেকে এখন পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান চারবার শিরোপা অর্জন করেছে। চারবারের মধ্যেই তিনবারই তাদের শিরোপা জয়ের রাস্তাটা ছিলো কল্পনার মতো। কেননা প্রতি সিজনেই তারা আইপিএল যাত্রাটা শুরু করে হার দিয়ে। তবে শেষটা হয়ে শিরোপা উচিয়ে।
এই সিজনেও হয়তো এমন কিছুর শাক্ষী হতে চলেছে ভক্ত সমর্থকরা। কেননা এবারের মৌসুমেও তাদের শুরুটা প্রথম তিন ম্যাচ হার দিয়ে। সেই তিনম্যাচ হারের পর শুরু হয় তাদের প্রত্যাবর্তন। বাকি পাচ ম্যাচের চারটিতেই জয় পেয়েছে ভারতীয় ধনকূপখ্যাত মুকেশ আম্বানীর মুম্বাই ইন্ডিয়ানস।
সর্বশেষ ম্যাচেও দুর্দান্ত এক জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। রাজস্থান রয়েলসের বেধে দেওয়া ২১৩ রানকে টপকে শিরোপা লড়াইয়ে টিকে থাকলো দলটি। মুম্বাইয়ের মাঠে অনুষ্ঠিত এই ম্যাচটিতে শুরুতে ব্যাট করে সাত উইকেট হারিয়ে ২১২ রান সংগ্রহ করে এবারের সিজনে দূর্দান্ত ফর্মে থাকা রাজস্থান। দলটির হয়ে একাই ১২৪ রানের ইনিংস খেলে জয়সুয়াল!
২১৩ রানে টার্গেটে ব্যাট করতে নেমে মোটেও ভালো করতে পারেনি মুম্বাই। শুরুতেই ক্যাপ্টেন রোহিদ বিদায় নিলে চাপে পড়ে যায় দলটি। তবে ক্যামেরুন গ্রিন, সূর্যকুমার যাদব আর শেষদিকে টিম ডেভিডের অবিশ্বাস্য ফিনিশিংয়ে তিন বল হাতে রেখেই জয় পায় মুম্বাই ইন্ডিয়ানস!
ফলে আট ম্যাচে চার জয়ে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে অবস্থান করছে তারা। বাকি ম্যাচগুলোর উপর নির্ভর করছে তাদের সেমিফাইনালের ভাগ্য!