শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজ হারের দ্বারপ্রান্তে বাংলাদেশ!
টি-টোয়েন্টি এবং ওয়ান ডে সিরিজের পর বাংলাদেশ এবং শ্রীলংকা মুখোমুখি হয়েছে টেস্ট সিরিজের লড়াইয়ে। দুই ম্যাচের টেস্ট সিরিজের ইতিমধ্যেই প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। যেখানে বাংলাদেশ দলকে বিশাল ব্যবধানে হারিয়েছে লঙ্কানরা। প্রথম টেস্ট ম্যাচে ৩২৮ রানের ব্যবধানে হারের পর ভক্ত সমর্থকদের আশা ছিলো দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। কিন্তু সেই আশাও পূর্ণতা দিতে ব্যর্থ টেস্ট দলের প্লেয়াররা। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও হারের সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশের। তবে কি শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাটিতে টেস্ট সিরিজ হারতে চলছে টাইগাররা?
বাংলাদেশ এবং শ্রীলংকার মধ্যকার প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হয় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সেই ম্যাচটিতে প্রথমে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলো বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত। তবে বাংলাদেশ টসে জিতে বোলিং নিয়ে তাদের পরিকল্পনাকে কাজে লাগাতে ব্যর্থ হয়। বাংলাদেশের আমন্ত্রণে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে এসে ধনঞ্জয়া ডি সিলভা এবং কাইমিনডু মেন্ডিসের অসাধারণ ব্যাটিং পারফরমেন্সে ২৮০ রানে করতে সক্ষম হয় দলটি। জবাবে বাংলাদেশের ঘরের মাটিতে ১৮৮ রানেই অলআউট হয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ ইনিংস খেলে স্পিনার তাইজুল ইসলাম।
প্রথম ইনিংসে ৯২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে আসে শ্রীলংকা। এবারও দলের হয়ে ভরসার প্রতিক হিসেবে আবির্ভূত হয় প্রথম ইনিংসের দুই নায়ক কাইমিন্ডু মেন্সিস এবং ধনাঞ্জয়া ডি সিলভা৷ প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ব্যক্তিগত শতরান পূর্ণ করে এই দুই ব্যাটসম্যান। মূলত এই দুই ব্যাটসম্যানের কাছেই প্রথম টেস্ট ম্যাচে হারতে হয় বাংলাদেশ দলের। ৫০০+ রানের জবাবে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ অল-আউট হয়ে যায় মাত্র ১৮২ রানেই। ফলে ৩২৮ রানের জয় নিয়ে সিরিজে এগিয়ে যায় লঙ্কাররা।
প্রথম ম্যাচ এরপর দ্বিতীয় ম্যাচের প্রেক্ষাপটটাও আগাচ্ছে একই ভাবে৷ তবে এই ম্যাচের শুরুতে টসে জয়লাভ করে শ্রীলংকার ক্যাপ্টেন ধনাঞ্জয়া ডি সিলভা। দলটি প্রথমে ব্যাটিংকেই বেছে নেয়। মূলত প্রথম ম্যাচের মতো শুরুতে ব্যাটিং করে বাংলাদেশকে চাপে রাখাই ছিল শ্রীলংকার মূল লক্ষ্য। সফরকারীরা তাদের পরিকল্পনাকে কাজে লাগিয়েছে বেশ ভালোভাবেই। দ্বিতীয় টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে শ্রীলংকার প্রতিটি ব্যাটসম্যান ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে। যার সুবাদে ৫৩১ রান করতে সক্ষম হয় শ্রীলংকা।
শ্রীলঙ্কার দেওয়া পাহাড়সহ রানের জবাবে বাংলাদেশের প্রথম ইনিংসটা ছিলো খুবই মলিন। বাংলাদেশী ব্যাটসম্যানরা আবারো ব্যর্থ বেট হাতে ভালো পারফরম্যান্স করতে। সিলেটের মত ব্যাটিং পিচেও স্বাগতিকরা যেনো বড়ই অচেনা। নিজেদের পছন্দমতো উইকেট বানিয়ে সেই উইকেটে নিজেরাই ভোগান্তিতে পড়েছে বাংলাদেশ দল। একমাত্র ব্যাটসম্যান হিসেবে ৫০ রানের কোটা পূর্ণ করতে পেরেছে জাকির হাসান। বাংলাদেশ মাত্র ১৭৮ রানে অল-আউট হয়ে যাওয়াতে ম্যাচে ৩৫০ রানের লিড পেয়েছে লংকানরা।
প্রথম ইনিংসে বাজে পারফরমেন্সের ফলে ফলো অন এড়াতে পারেনি স্বাগতিক বাংলাদেশ। তবে শ্রীলংকা বাংলাদেশকে আবারো ব্যাটিংয়ে না ডেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের নেমেছে। ইতিমধ্যেই দলটির লিড অতিক্রম করেছে ৪০০+ রানের। হাতে রয়েছে আরো আটটি উইকেট। শেষ পর্যন্ত কত রানের টার্গেট দাঁড় করাবে শ্রীলংকা? বাংলাদেশ কি তাহলে আরো একটি লজ্জাজনক হারের রেকর্ড গড়তে চলেছে?
PIXABAY