বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা !

avatar
(Edited)

৫ই অক্টোবর ভারতের মাটিতে শুরু হতে যাচ্ছে ক্রিকেট বিশ্বের সবচাইতে বড় আসর আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০২৩। এক মাসেরও বেশি সময়ব্যাপী চলবে ক্রিকেট বিশ্বের এই মেঘা আসর। বিশ্বকাপে অংশগ্রহনের লক্ষ্যে দলগুলো ইতিমধ্যেই পাড়ি জামাতে শুরু করেছে ভারতের মাটিতে। বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় দল বর্তমানে অবস্থান করছে ভারতে মাটিতে। ১৫ সদস্যের দল নিয়ে গতকাল দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

২০২৩ বিশ্বকাপে বাংলাদেশ দলের স্কোয়াড নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে সবচাইতে সফল ব্যাটসম্যান তামিম ইকবালকে ছাড়াই বিশ্বকাপের স্কোয়াড সাজিয়েছে ক্রিকেট বোর্ড। ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তে সন্তুষ্ট নয় দেশের বেশিরভাগ ক্রিকেট সমর্থকরা। সপ্তাহব্যাপী একের পর এক নাটকীয়তার পর শেষ পর্যন্ত বাংলাদেশের ওয়ান ডে ইতিহাসে অন্যতম সফল ক্যাপ্টেন তামিম কে ছাড়াই দেশ ছেড়েছে বাংলাদেশ দল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মতে শতভাগ ফিট নয় তামিম ইকবাল খান। তাদের মতে তামিম জানিয়েছে সে বিশ্বকাপে সবগুলো ম্যাচে এভেলেবল থাকবে না। ফলে বাংলাদেশ ওয়ানডে দলের বর্তমান ক্যাপ্টেন সাকিব আল হাসান তামিমকে দলে নিতে ইচ্ছুক নয়। তার মতে শতভাগ ফিট না হয়ে দলে থাকাটা রীতিমতো দেশের সাথে প্রতারণা করা। এই প্রসঙ্গে সাকিব আল হাসান ভারতের সাবেক ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির উদাহরণ টেনে এনেছেন। কিন্তু ফেসবুক লাইভে এসে তামিম তার সঙ্গে ঘটে যাওয়া সার্বিক পরিস্থিতিকে তুলে ধরেছেন। যেখানে বোর্ডের তুলে ধরা অনেক কারনকেই মিথ্যা বলেছেন বাংলাদেশ দলের সাবেক ক্যাপ্টেন তামিম ইকবাল খান।

তামিম ইকবাল খান ছাড়াও আরেক অভিজ্ঞ প্লেয়ার মাহমুদুল্লাহ রিয়াদের বিশ্বকাপ যাত্রা নিয়েছিল বহু সংশয়। কেননা তাকে বিশ্রামে রাখার নামে বেশ কয়েকটি সিরিজে দলে রাখা হয়নি। তার পরিবর্তে বেশ কিছু তরুণ খেলোয়াড়কে সুযোগ দিয়েছিলো ক্রিকেট বোর্ড। কিন্তু তারা বরাবরই ব্যর্থ হয়েছে সেই সুযোগ কাজে লাগাতে। যার ফলশ্রুতিতে এশিয়া কাপে ভালো পারফরম্যান্স করতে ব্যর্থ হয় বাংলাদেশ দল। এশিয়া কাপে বাজে পারফরমেন্সের পর ভক্তদের চাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে মাহমুদুল্লাকে স্কোয়াডে রাখতে বাধ্য হয় ক্রিকেট বোর্ড।

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে বাংলাদেশ ওয়ানডে সিরিজ হারলেও মাহমুদুল্লাহ অসাধারণ পারফরমেন্সের মাধ্যমে বিশ্বকাপ দলে জায়গা করে নেয়। বারবার সুযোগ পেয়েও সৌম্য সরকার আর নাঈম শেখ আবারো ব্যর্থ হয় নিজেদেরকে প্রমাণ করতে। তবে মাহমুদুল্লাহ রিয়াদ স্কোয়াডে জায়গা পেলেও তামিম ইকবাল খানের জায়গা না পাওয়াতে সন্তুষ্ট নয় গোটা দেশের ক্রিকেট ভক্তরা। তাই এবারের বিশ্বকাপ অনেকটাই তার চিরচেনা রং হারাতে চলছে বাংলাদেশে!

সর্বশেষ ম্যাচগুলোতে বাংলাদেশের পারফরম্যান্স বিবেচনা করলে এবারের বিশ্বকাপে বাংলাদেশের ভালো করার সুযোগটা খুবই কম। একমাত্র নেদারল্যান্ডস এবং আফগানিস্তান বাদে বাকি দলগুলোর বিপক্ষে বাংলাদেশের জয় পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। তবে এবারের বিশ্বকাপ এশিয়া মহাদেশে অনুষ্ঠিত হওয়াতে যেকোন অঘটনই ঘটিয়ে দিতে পারে বাংলাদেশ!


1000004547.jpg
BANGLADESH CRICKET : THE TIGERS



0
0
0.000
0 comments