আতলেটিকো মাদ্রিদকে হারিয়ে জিরোনার বিজয়উল্লাস !!

avatar
(Edited)

লা লিগা ; বিশ্বের অন্যতম জনপ্রিয় স্প্যানিশ ক্লাব ফুটবল টুর্নামেন্ট। বিশ্বের সেরা তিনটি ক্লাব পর্যায়ের ফুটবল টুর্নামেন্ট গুলোর মধ্যে লা লিগা একটি। রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ, বার্সেলোনা এবং সেভিলাসহ বেশ কয়েকটি ঐতিহ্যবাহী ক্লাব লা লীগায় শিরোপা লড়াইয়ে মাঠে নামে। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে এবারের আসরে শিরোপার দৌড়ে বেশ চমক দেখিয়েছে জিরোনা। বার্সেলোনা, সেভিলার মতো দলকে হারানোর পর এবার দলটি হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে!

৪ জানুয়ারি জিরোনার ঘরের মাঠে মুখোমুখি হয়েছিলো আতলেটিকো মাদ্রিদ এবং জিরোনা। জিরোনার সাম্প্রতিক পারফমেন্স বিবেচনায় আটলান্টিকো মাদ্রিদ তাদের সর্বশক্তি দল নিয়েই একাদশ সাজায়। দলটির হয়ে এই ম্যাচে একাদশে ছিলো মোরাতা, গ্রিজম্যান, ডি পল এবং ওবলাকের মতো হাই প্রোফাইলের খেলোয়ারেরা। অপরদিকে এই সিজনে দুর্দান্ত পারফরমেন্স করা প্লেয়ারদেরকে নিয়েই একাদশ সাজায় জিরোনার কোচ মিচেল।

সাম্প্রতিক পারফরমেন্স এবং ঘরের মাঠ বিবেচনায় এই ম্যাচে জিরোনাকেই এগিয়ে রেখেছিলো ফুটবল বিশ্লেষকরা। কেননা এবারের সিজনে যেখানে ১৯ ম্যাচে মাঠে নেমে একটিতে হেরেছে জিরোনা, সেখানে ১৯ ম্যাচে পাঁচটিতে হেরেছে ডিয়াগো সিমিওয়নের অ্যাতলেটিকো মাদ্রিদ। তাছাড়া পয়েন্ট টেবিলের হিসেবেও জিরোনা ছিলো বেশ এগিয়ে। শেষ পর্যন্ত মাঠের লড়াইয়েও জিরোনা তাদের বর্তমান পারফরম্যান্স ধরে রেখেছে!

জিরোনা এবং অ্যাথলেটিকো মাদ্রিদের ম্যাচের শুরুটা হয় নাটকীয়ভাবে। ম্যাচের শুরুর মাত্র ২য় মিনিটের মাথায় স্বাগতিকদের হয়ে প্রথম গোল করে ফার্নান্দেজ। ফলে শুরুতেই ম্যাচে এগিয়ে যায় জিরোনা। তবে তার ১২ মিনিট পরেই মোরাতার গোলে ম্যাচের সমতায় ফিরে অ্যাটলেটিকো মাদ্রিদ। ম্যাচের ২৬ ও ৩৯ মিনিটে জিরোনার খেলোয়াড়েরা আরো দুইটি গোল করলে ৩-১ ব্যবধানে ম্যাচে পিছিয়ে পরে আতলেটিকো মাদ্রিদ যা সত্যিই অবিশ্বাস্য ছিল। বিরতিতে যাওয়ার আগে মোরাতার ২য় গোলে ব্যবধান কমিয়ে আনে সফরকারীরা। ৩-২ ব্যবধানে শেষ হয় নাটকীয়তায় ভরপুর প্রথমার্ধের খেলা।

বিরতি থেকে ফিরে অ্যাটলেটিকো মাদ্রিদ ম্যাচে ফিরতে একের পর এক আক্রমণ চালাতে থাকে। সেই সুবাদে দলের পক্ষে তৃতীয় গোলটি করে নিজের ব্যক্তিগত হ্যাটট্রিক পূর্ণ করে স্প্যানিশ সুপাস্টার মোরাতা। ফলে আবারো ৩-৩ গোলের সমতা বিস্তার করে ম্যাচে। এরপর দু'দলই উইনিং গোল আদায়ে একের পর এক আক্রমণ করতে থাকে। কিন্তু নির্ধারিত ৯০ মিনিটে কোন দলই চতুর্থ গোল আদায় করে নিতে পারেনি। ম্যাচে অতিরিক্ত সময়ে এসে চমক দেখায় জিরোনা। মারটিন ৯১ তম মিনিটে জিরোনার পক্ষে চতুর্থ গোলটি করলে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে জয় নিশ্চিত হয়। ফলে এই ম্যাচে ৪-৩ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে জিরোনা।

এই জয়ের ফলে ১৯ ম্যাচে সর্বোচ্চ ৪৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ২য় অবস্থানে রয়েছে জিরোনা। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের প্রথমে রয়েছে কার্লো আনচেলোত্তির রিয়াল মাদ্রিদ। সমানসংখ্যক ম্যাচে খেলে ৪১ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় অবস্থানে রয়েছে বার্সেলোনা। শেষ পর্যন্ত জিরোনা কি পারবে তাদের পারফরম্যান্সে ধারা অব্যাহত রাখতে? পারবে কি বার্সেলোনা রিয়ালকে হারিয়ে শিরোপা নিজেদের করে নিতে?


image.png
PIXABAY



0
0
0.000
0 comments