অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের রেকর্ড জয়!

Windies Cricket
দুইটি টেস্ট তিনটি ওডিআই এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলার উদ্দেশ্যে বর্তমানে অস্ট্রেলিয়াতে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ দল। ইতিমধ্যেই দল দুটির মধ্যকার টেস্ট সিরিজটি অনুষ্ঠিত হয়েছে। যেখানে প্রথম ম্যাচে সহজ জয় পেয়েছিল স্বাগতিক অস্ট্রেলিয়া। ১০ উইকেট এর ব্যবধানে জয় পেয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল দলটি। কিন্তু দ্বিতীয় ম্যাচে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়েছে সফরকারি ওয়েস্ট ইন্ডিজ দল। স্বাগতিক অস্ট্রেলিয়াকে মাত্র ৮ রানের ব্যবধানে হারিয়ে সিরিজে সমতায় ফিরেছে দলটি!
অস্ট্রেলিয়ার এডেলেইড ওভালে অনুষ্ঠিত প্রথম টেস্টে শুরুতে টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিং এর আমন্ত্রণ জানায় অস্ট্রেলিয়া। দুই পেইসার ক্যামিন্স এবং হ্যাজেলউডের অসাধারণ বোলিং পারফরম্যান্সে ১৮৮ রানেই অল-আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের জবাবে ব্যাটিং করতে নেমে উসমান খাজা এবং ট্রেভিস হেডের অসাধারণ ব্যাটিং পারফরমেন্সে ২৮৩ রানে থামে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। ফলে ম্যাচে ৯৫ রানের লিড পায় স্বাগতিক দল।
প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে ভালো পারফরমেন্স করতে ব্যর্থ হয় সফরকারি ওয়েস্ট ইন্ডিজ দল। এবার তারা অল আউট হয়ে মাত্র ১২০ রানে। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও বল হাতে অসাধারণ পারফরমেন্স করে জস হ্যাজেলহোড। প্রথম ইনিংসে চারটি এবং দ্বিতীয় ইনিংসে পাঁচটি উইকেট শিকার করে এই বোলার। ফলে অস্ট্রেলিয়ার সামনে মাত্র ২৬ রানের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়। এই লক্ষ্যমাত্রাকে কোন উইকেট না হারিয়েই পূর্ণ করে অস্ট্রেলিয়া। এই জয়ে ম্যাভে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।
অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হয় গাব্বা স্টেডিয়ামে। এই ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারি ওয়েস্ট ইন্ডিজ দল। প্রথমে ব্যাটিংয়ে এসে জসুয়া ডা সিলভা এবং হডজের অসাধারণ ব্যাটিং পারফরমেন্সে ৩১১ রানের লড়াকু সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজদের প্রথম ইনিংসে জবাবে ব্যাটিং করতে নেমে ৫৪ রানেই প্রথম পাঁচ উইকেট হারায় অস্ট্রেলিয়া। তবে আলেক্স ক্যারি এবং ক্যাপ্টেন পেড ক্যামিন্সের অবিশ্বাস্য ইনিংসে ম্যাচে ফিরে অস্ট্রেলিয়া।
এই ম্যাচে অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৩১১ রান পূর্ণ করার আগেই ইনিংস ডিক্লেয়ার করে। ফলে ম্যাচে ২২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংস এর মতো দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ৩০০ রান পূর্ণ করতে না পারলেও অস্ট্রেলিয়াকে ২০০+ রানের টার্গেট দেয় দলটি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৪১ রানের ইনিংস খেলে ম্যাককেইজি।
ওয়েস্ট ইন্ডিজের দেওয়া জবাবে ব্যাটিং করতে নেমে ৯১ রানের অসাধারণ ইনিংস উপহার দেয় ওপেনার স্টিভেন স্মিথ। তার এমন পারফরমেন্সের পরেও এই ম্যাচে জিততে সক্ষম হয়নি স্বাগতিক অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজের নবাগত বোলার জোসেফের অসাধারণ বোলিং পারফরমেন্সে ২০৭ রানেই অল-আউট হয় স্বাগতিক অস্ট্রেলিয়া। ফলে অস্ট্রেলিয়ার মাটিতে আট রানের ব্যবধানে রেকর্ড জয় পায় ওয়েস্ট ইন্ডিজ দল। একইসাথে এই জয়ে সিরিযে সমতায় ফিরে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ দল।