বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড || টেস্ট সিরিজের লড়াই !!

avatar

ওডিআই বিশ্বকাপের পর টেস্টে এবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড দল। দুই ম্যাচের টেস্ট খেলার উদ্দেশ্যে ইতিমধ্যেই বাংলাদেশে অবস্থান করছে নিউজিল্যান্ড টেস্ট দল। ২৮ নভেম্বর এবং ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে দুইটি ম্যাচ। তবে প্রথম ম্যাচটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হলেও দ্বিতীয়টি হবে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। টেস্ট চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের বিপক্ষে কি বাংলাদেশ ভালো পারফরম্যান্স উপহার দিতে পারবে?

টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে বাংলাদেশের সবচাইতে বড় শঙ্কার কারণ দলের প্লেয়ারদের পারফরমেন্স। কেননা এবারের ওডিআই বিশ্বকাপে দুই একজন খেলোয়াড় ছাড়া আর কেউই পারফর্ম করতে সক্ষম হয়নি। ব্যাট হাতে ব্যাটসম্যানরা যেমন ব্যর্থ হয়েছে তেমনি বোলিংয়েও আলো ছড়াতে পারেনি বাংলাদেশের বোলাররা। ফলে বিশ্বকাপে মাত্র দুইটি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ দল। আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে কষ্টার্জিত জয় ছাড়া আর কোন প্রপ্তি নেই দলটির। উল্টো নেদারল্যান্ডের মতো দলের সাথে হারের মতো লজ্জার রেকর্ড গরেছে বাংলাদেশ।

অপরদিকে বিশ্বকাপে নিউজিল্যান্ডের পারফরমেন্স ছিল অসাধারণ। উইলিয়ামসনের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড দল প্রতিবছরই বিশ্বকাপে ভালো পারফরম্যান্স করে। এবারও তার ব্যতিক্রম হয়নি। সর্বশেষ দুই বিশ্বকাপ মৌসুমে দলটি ফাইনাল খেললেও এই মৌসুমে তারা বিদায় নিয়েছে সেমিফাইনালের লড়াই থেকে। ভারতের বিপক্ষে অনুষ্ঠিত এই সেমিফাইনালে নিউজিল্যান্ড হারলেও জয়ের অনেক কাছাকাছি পৌছাতে পেরেছিলো দলটি। তবে শেষ পর্যন্ত ভাগ্য সহায় হয়নি নিউজিল্যান্ডের ।

বাংলাদেশের বিপক্ষে অনুষ্ঠিত টেস্ট ম্যাচ দুইটিতে নিউজিল্যান্ডের ডমিনেন্ট করবে তা বলার অপেক্ষা রাখে না। নিউজিল্যান্ডের সাম্প্রতিক ফর্মে বিবেচনায় এই টেস্ট সিরিজটি বাংলাদেশের জন্য অনেক চ্যালেঞ্জিং হতে চলছে। নিউজিল্যান্ডের বিশ্বমানের সকল খেলোয়ারদের বিপক্ষে ভালো পারফরম্যান্স ছাড়া টিকে থাকাটা কঠিন হবে বাংলাদেশের খেলোয়াড়দের জন্য। ঘরের মাটিতে সিরিজটি অনুষ্ঠিত হলেও টেস্টে বাংলাদেশের পারফরমেন্সের ইতিহাস আমাদের সবারই জানা।

এদিকে বিশ্বকাপের পর নিউজিল্যান্ড দল তাদের পূর্ণ শক্তির দল নিয়ে বাংলাদেশে আসলেও, বাংলাদেশ দলের প্রেক্ষাপটটা অনেকটাই ভিন্ন। কেননা বিশ্বকাপের পর দলের বাংলাদেশ দলের অনেক খেলোয়াড়ই ছুটিতে রয়েছে। শোনা গেছে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে থাকবেনা সাকিব আল হাসান, লিটন কুমার দাসসহ আরো অনেকেই। একটা দলের পেশাদারিত্ব কতটা নিম্নমানের হলে নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে টেস্ট ম্যাচে অনুস্থিত থাকে খেলোয়ারেরা!

যাইহোক, বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজে হয়তো আমরা নিউজিল্যান্ডের একক আধিপত্যই দেখতে চলেছি। দিন দিন দলের এমন অধপতনে দায়টা কার? সেই প্রশ্নই রইলো!


image.png
Pixabay



0
0
0.000
0 comments