টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ 🏏🏏

avatar

কানাডা এবং ইউনাইটেড স্টেট অফ আমেরিকার দুর্দান্ত ম্যাচের মধ্য দিয়ে শুরু হলো ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের লড়াই। ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি ম্যাচেই দারুন লড়াইয়ের সাক্ষী হয়েছে ক্রিকেট সমর্থকেরা। বিশ্বকাপের চতুর্থ ম্যাচে আজ মাঠে নামবে শ্রীলংকা বনাম দক্ষিণ আফ্রিকা। দু'দলের মধ্যকার বিশ্বকাপে প্রথম হাইভোল্টেজ ম্যাচে জয় পাবে কোন দল?

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচেই মাঠে নামে স্বাগতিক ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। আইসিসির আরেক সহযোগী দেশ কানাডার বিপক্ষে মাঠে নামে দলটি। দু'দলের মধ্যাকর এই ম্যাচে শুরুটে টসে জিয়ে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়ে স্বাগতিক দল। আমেরিকার আমন্ত্রণে কানাডার হয় ওপেনিং আসে এরোন জনসন এবং ঢালিয়াল। কানাডার হয়ে শুরুটা দুর্দান্ত করে এই দুই ব্যাটসম্যান। ঢালিয়ালের ৬১, নিকলস কিরটন এবং শ্রেয়াশ মভার ৩২ রানে ১৯৪ রানের ভালো সংগ্রহ পায় কানাডা দল।

বিশ্বকাপের প্রথম ম্যাচে স্বাগতিকদের পক্ষে ১৯৫ রান চেজ করে জয় পাওয়াটা মোটেই সহজ ছিলনা। তার উপর প্রথম ওভারের দ্বিতীয় বলেই উইকেট হারায় ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। কিন্তু আন্ড্রেইজ গোজ এবং এরন জোন্সের অসাধারণ ব্যাটিং পারফরমেন্সে ম্যাচে জয়ের স্বপ্ন দেখে স্বাগতিকরা। শেষ পর্যন্ত এই দুই ব্যাটসম্যানের ১৩১ রানের রেকর্ড পার্টনারশিপে সাত উইকেটের ব্যবধানে জয় পায় আমেরিকা। ব্যাট হাতে ৪০ বলে ৯৪ রানের ম্যাচ উইনিং ইনিংস উপহার দেয় এরন জোন্স।

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় পাপুয়া নিউগিনি এবং ওয়েস্ট ইন্ডিজ। পাপুয়া নিউগিনির বিপক্ষে এই ম্যাচে ফেভারিট হিসেবেই মাঠে নামে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আরেক স্বাগতিক দেশ ওয়েস্ট ইন্ডিজ। তবে মাঠে জয়টা মোটেও সহজ ছিলোনা ওয়েস্ট ইন্ডিজের জন্য। কেননা প্রথমে ব্যাটিং করে ১৩৬ রান সংগ্রহ করা পাপুয়া নিউগিনি তাদের বোলিংয়ের শুরুটা করেছিল দুর্দান্তভাবে। ১৬ তম ওভারে ৯৭ রানে পাচ উইকেট হারিয়ে ম্যাচে হাড়ের শঙ্কায় পড়েছিল দলটি। কিন্তু রস্টন চেইজের অলরাউন্ড পারফরমেন্সে পাচ উইকেটের ব্যবধানে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপে তৃতীয় ম্যাচটিতে লড়াইটা ছিল সবচাইতে জমজমাট। কেননা প্রথমে ব্যাটিং করে ১০৯ রান সংগ্রহ করতে পেরেছিলো ওমান। জবাবে ছয় উইকেট হারিয়ে ওমানের সমান সংখ্যক ১০৯ রানে থামে নামিবিয়ার ইনিংস। ফলে ম্যাচটি গড়ায় সুপার ওভারে। আর সেখানেই বাজিমাত করে নামিবিয়া। নামিবিয়ার অলরাউন্ডার ডেভিড ওয়াইজের অসাধারণ পারফরমেন্সে সুপার ওভারে জয় পায় দলটি।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের চতুর্থ ম্যাচে আজ বাংলাদেশ সময় ৮:৩০ মিনিটে মুখোমুখি হবে শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকা। গ্রুপ ডি এর এই ম্যাচে দারুন লড়াইয়ের আশা করছে ক্রিকেট ভক্ত সমর্থকরা। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ অফ ডেথে সেরা আটে উত্তীর্ণ হবার লড়াইটা জমবে বাংলাদেশ, শ্রীলংকা এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে। তবে নেদারল্যান্ড এবং নেপালও চমকে দিতে পারে ক্রিকেট বিশ্বকে!


1000020370.jpg
USA CRICKET



0
0
0.000
1 comments